আমাদের কথা খুঁজে নিন

   

ফাদার ম্যারিনো রিগ্যান



কিছুদিন আগে এনটিভির 'আজকের সকাল' এ এই ভদ্রলোকের একটা ইন্টারভিউ দেখলাম। ইনি একজন ইটালিয়ান ফাদার ও মেডিক্যাল ডকটর যিনি ১৯৭১ এর ও আগে থেকে বাংলাদেশে আছেন। স্বাধীনতা সংগ্রামের সময় ইনি অনেক অত্যাচারিত,যুদ্বাহত ও অসুস্থ নারী,পুরুষ ও শিশুদের সেবা করেন এবং এখনও করে যাচ্ছেন। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল অনুষ্ঠানে যে "আপনি কোন ধর্ম অনুসারী?" উত্তরে শুদ্ধ বাংলায় বল্লেন - দেখেন, আমি অনেক গরীব মহিলার প্রসব করিয়েছি এবং তাদের আমি প্রশ্ন করেছি এই বাচ্চাকে তুমি কি করবে? তারা সকলেই বলেছে, এই বাচ্চাকে আমি 'মানুষ' করবো -- কেউ বলেনি আমি ওকে হিন্দু করবো,খৃষ্টান করবো বা মুসলমান করবো। এজন্য আমিও 'মানুষ' ধর্ম অনুসারী। বুঝলাম ইনি একজন মহান ব্যাক্তি -- যার সম্ব্যন্ধে খুব কম লোকে জানেন। নেট এ সার্চ করেও কিছু পেলাম না। কেউ যদি এর ব্যাপারে কিছু জানেন বা লেখেন, খুশী হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.