নুহাশপল্লীর লিচুতলায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দিত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন তার সাবেক স্ত্রী গুলতেকিন খান, ছোট দুই ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব এবং মা আয়েশা ফয়েজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তারা গাজীপুরের হোতাপাড়ার নুহাশপল্লীতে আসেন। তাদের সঙ্গে আরও আছেন হুমায়ূন আহমেদের ৩ বোন শিখু, শেফু ও মণি। তবে নুহাশ বা তার বোনেরা আসেননি এবার। সেলফোনে যোগাযোগ করা হলে হুমায়ূন আহমেদের সর্বকনিষ্ঠ ভাই `উন্মাদ` পত্রিকার সম্পাদক আহসান হাবীব বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে তারা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন। এরপর সেখানে দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে তারা সবাই ঢাকার পথে রওনা করবেন। নুহাশপল্লীর কর্মচারী মোশাররফ বাংলানিউজকে জানান, প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এ মুহূর্তে নুহাশপল্লীতে নেই। প্রসঙ্গত গত ১৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হুমায়ূন আহমেদ অস্ত্রোপচার পরবর্তী ভাইরাস সংক্রমণের কারণে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান। সৌজ্যনেঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।