ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো হূমায়ূনের দেয়ালে চিকা মাইরা মতি ভাই বেশ কামায়া নিলেন। কিন্তু উচ্চ আদালতের বিজ্ঞ বিচারকগণ প্রথম আলোর প্রকাশনার দায় দেখতে পাইলেন না। যদি কোন টিভি অনুষ্ঠানে ৫ মিনিট অমার্জিত-অগ্রহনযোগ্য কিছু দেখানো হয়, তার জন্য প্রচারকারী চ্যানেল ও অনুষ্ঠান প্রযোজক দন্ড পান।
এক্ষেত্রে হইলো উল্টা...কারণ রাজনৈতিক কারণেই জাতির বিবেক প্রথম আলোকে ঘটানো যাবে না ....... তাদের সব ঝাড়িপট্টি গিয়া পড়লো দূর্বল মৃত্যুপথযাত্রী লেখকের ঘাড়ে। মনে করায়া দিতে চাই, এই প্রভুভক্ত আদালত কোন কালেই ইতিহাসের গার্ডিয়ান এঞ্জেল ছিল না।
যখন যে সরকার আসে...সে তার মতো কইরা ইতিহাস লেখছে পাঠ্য বইয়ে...কৈ, তখনতো কোন স্বতঃপ্রনোদিত ডান্ডা খাড়া হয় নাই? সংবিধান লংঘনের জন্য জিয়াউর রহমানের ইন্ডীমিনিটি বিল চ্যালেঞ্জ করা দূরের কথা, সাধারন পাঠ্যবই কোন দিন চ্যালেঞ্জ করার মুরোদ হয় নাই।
"বাংলানিউজ ওয়ালাদের একটা প্রচলিত কথা... "টাকার জন্য লেখেন হুমায়ুন", "জনপ্রিয়তার জন্য বিতর্কিত বিষয়ে লিখেছেন"--- এখানে বলে রাখা ভাল... হুমায়ুনের টাকার জন্য হাত পাতেন নাই। কাউকে উনার বই জোর করে কিনতেও বলেন নাই। আর জনপ্রিয়তা হুমায়ুনের যথেষ্ট আছে... যেটা নিয়েই উনি লেখবেন...সেটা উনার পাঠক পড়বে। শুধু টাকা আর জনপ্রিয়তার দোহাই যারা দেয় তাদের ঘাটতি ও ঈর্ষাটা কোথায় সেটা পরিস্কার।
এরপরেও হুমায়ূন আহমেদের 'দেয়াল' উপন্যাসের হাইকোর্ট ভার্সনের জন্য অপেক্ষা করছি.... লাঠির ভয় দেখিয়ে একজন নিরীহ ফিকশন লেখকের কলম দমে জোয়ার কাহিনী বাংলাদেশে প্রথম না ...তবে আগের ঘটনা গুলোতে (যেমন, তসলিমা নাসরিন , হুমায়ুন আজাদ )উগ্র মৈলবাদিদের যারা দোষারোপ করত আজকে সেই প্রগতিশীলদের আরেক রূপ দেখতে পেলাম
যেই জাতি শেখ মুজিব কে বঙ্গবন্ধু উপাধি দিয়ে তিন বছর পরেই পরিবার সহ খুন করে রাস্তায় উল্লাস করতে পারে, তাদের কাছে হুমায়ুন এরচেয়ে বেশি আর কি আশা করতে পারে ?
এবিষয়ে বিস্তারিত পোস্ট: হুমায়ূনের 'দেয়াল': উগ্র জাতীয়তাবাদ আর ধর্মীয় মৌলবাদের মাঝের দেয়াল ভেঙ্গে দিচ্ছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।