আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু নিয়ে প্রায়ই ভাবি: হুমায়ূন আহমেদ। হুমায়ূনের ইচ্ছাতেই অন্তিম শয়া.....

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে কোথায় সমাহিত করা হবে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্কে অবস্থানরত তাঁর ভাই বাংলা সাহিত্যের আরেক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অন্তিম শয়ানের ব্যাপারে লেখক কোথাও কোনো ইচ্ছা প্রকাশ করে গেছেন কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। এ ব্যাপারে হুমায়ূন আহমেদের অন্তিম ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে।

আর যদি কোনো অন্তিম ইচ্ছার সন্ধান না পাওয়া যায়, তাহলে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। হুমায়ূন আহমেদের মরদেহ নিউইয়র্কের জ্যামাইকার স্থানীয় একটি ইসলামিক ফিউনেরাল হোমে রাখা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা হবে বাঙালি অধ্যুষিত এই এলাকার একটি বাংলাদেশি মসজিদে। বুকিং নিশ্চিত হলে আজ সন্ধ্যায় প্রয়াত লেখকের মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। আগামী রোববার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন জানিয়েছেন, হুমায়ূন আহমেদের মরদেহ যত দ্রুত সম্ভব ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে। সম্ভব হলে আজ জানাজার পর বিমান যোগে পাঠানোর সর্বাত্মক চেষ্টা করবেন তাঁরা। জানা গেছে, হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনার জন্য জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুকিং দেওয়া হয়েছে। বুকিং নিশ্চিত (কনফার্ম) হলে আজ নিউইয়র্কের সময় বিকেল সাড়ে ছয়টায় ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করবে। সবকিছু সময় মতো হলে মুম্বাই থেকে রোববার দুপুর ১২টায় বরেণ্য এ লেখকের মরদেহ দেশে পৌঁছাবে।

একই ফ্লাইটে তাঁর স্ত্রী ও সন্তানদের দেশে পাঠানোর চেষ্টা চলছে। জাফর ইকবাল ফিরবেন এমিরেটসের ফ্লাইটে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন সমসাময়িক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। এ সময় তাঁর শয্যাপাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ভাই মুহম্মদ জাফর ইকবাল, শাশুড়ি তহুরা আলী ও অন্য ঘনিষ্ঠজনেরা। ভাইয়ের মৃত্যুসংবাদ জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদ পূর্ণাঙ্গ জীবনযাপন করে গেছেন।

জীবনভর দেশের মানুষকে আনন্দ দিয়ে গেছেন। তাঁর জীবনাবসান ঘটেছে। ভাই হুমায়ূন আহমেদের আত্মার শান্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। প্রকাশক মাজহারুল ইসলাম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ও সন্তানদের হাসপাতাল থেকে সংবাদ দেওয়া হয়েছে। জাফর ইকবালের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে তিনি জানান।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.