আনন্দের মাঝে থাকতে ভালবাসি, ভালবাসা খুজে বেরাই........
আমাদের দেশের এক টা কমন বেপার আছে। সেটা হলো ঈদ আসলেই রাস্তা গুলোর সমস্যা দেখনো হয়। যেমন আমাদের যাত্রাবারির রাস্তার অবস্থা। যোগাযোগ মন্ত্রি নিজে ২ বার বলার পরে ও তার অবস্থা বেহাল। যাই হউক মানুষ শত ভোগান্তি সহ্য করেও বারিতে গিয়েছে।
কিন্তু আজ বাদে কাল যখন তারা আবার বারি থেকে ফিরবে তখন আবার সেই ভোগান্তি। অথচ একজন মন্ত্রি মহাশয়ের কথারও দাম নাই এ দেশ এ । কি আজ ব এই দেশ। আর দাম থাকবেই বা কেমনে? তাদের ই তো কোনো ভরসা নাই। যাই হউক মানুষ এর কস্টের আর কোনো শেষ নাই।
আমি একজন নতুন ব্লগার, মতামত দিয়ে সাহায্য করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।