আমাদের বাংলাদেশ একটি গরিব দেশ। এদেশের মানুষ সহজ। আমাদের এদেশের মানুষ নানান ধরনের অসুখ বিসুখে ভুগছে তারা এসব সমস্যা হতে মুক্তি পেতে বিভিন্ন চিকিৎসা ব্যাবস্থা গ্রহন করতে যাচ্ছে। তার মাদ্ধে্য একটি টিকিৎসা হচ্ছে হারবাল চিকিৎসা। আমরা দেশের হাটে বাজারে বিভিন্ন হারবালের বিভিন্ন ধরনের আকর্ষনিয় লিফলেট,হ্যান্ড বিল, দেখতে পায়।
যাতে লেখা থাকে যে কোনধরনের চিকিৎসা তারা করতো পারে আবার মাত্র ৫ঘন্টায় ১০০% নিশ্চিত মুক্তি। এসব বিজ্ঞাপনের ধোকায় পরে দেশের আনেক গরিব মানুষ সর্বসান্ত হয়ে যাচ্ছে। এসব চিকিৎসা কেন্দেু যদি মাথাব্যার্থার জন্য কেও যায় তবেতার ৗষধ ১০০০ থেকে ৩০০০ টকা বিল হবে সামান্র মাথাব্যার্থার জনে। আবার বিভিন্ন যৌন সমকস্যা মমাধানের লেক্ষে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাক। অথচ এসব ডাঃ কোন বৈধ যোগ্যতা নেয়।
যারা এসব প্রতিষ্ঠানের ডাঃ তারা কোন এক সময় এসব প্রতিষ্ঠানের হ্যান বিল বিলি অথবা প্রতিষ্ঠানে কোন কাজ করত। সুযেগ বুঝে তারা ও এসব প্রতিষ্ঠান চালু করছে। কিন্ত্ু এসব দেখার কেও নেয়। আমি আমারন এ রিপোটের মাধ্যমো সরকার এর কাছে আবেদন এযে তিনি যেনে দেশের শার্থে এসব প্রতিষ্ঠানের ব্যাপারে দূর্ত সিদ্ধান্ত গ্রহন করতে প্রস্থুত হয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।