সচেতস হওয়ার মত সময় দেশের সাধারন মানুষের কাছে কোথায়? ঘুম থেকে উঠেই.. কোনোরকমে নাস্তা খেয়ে অফিসের জন্য বাসের অপেক্ষায় রাস্তায় দাড়িয়ে থাকতে হয়। অধিকাংস লোকাল বাসই এখন 'সিটিং' করে ফেলার ফাজলামিতে ব্যস্ত (দেখার কেউ নেই)। বাসের বদলে সিএনজি টঅক্সতে উঠবেন? সে আশায় গুড়েবালি, আপনি 'বাবা' বলে ডাকলেও তাদের দয়া হবে নাঅ ফিরেও তাকাবেনা, এই অধমদের দিকে কেন? তাও দেখার কেউ নেই। অনেক কষ্টে, আশ পাশের লোককে ধাক্কা দিয়ে কোনো রকমে একটি বাসে উঠে পরতে হয়। তারপর শুরু হয়, ভাড়া নিয়ে বিবাদ।
প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে বাস ভাড়া বেড়েই চলেছে। ২/৩ টাকার ভাড়া ১০ টাকাও হয়ে গেছে (দেখার কেউ নেই)। একটা সহজ কথা কেউ বলে না, তেল বা গ্যাসের দাম বাড়লেও দুরত্ব কিন্তু একই আছে। সেটা কিন্তু বাড়েনি। ৩০-৪০ মিনিটের পথ পার হতে লাগে ১-২ ঘণ্টা।
কেন? তাও দেখার কেউ নেই। অফিস থেকে ফেরার পথে বাজারে ঢুকলেও সেই একই অবস্থা। প্রতিদিনই কোনো না কোনো বায়বীয় কারণে বেড়েই চলেছে শাক-সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দেখার কেউ নেই। এমন হাজারো সমসস্যার মধ্য দিয়ে চলছে সাধারন মানুষ।
সচেতন হওয়ার সময় কই?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।