https://www.facebook.com/tanvir.mh বাইক চালাচ্ছেন এম এ জলিল অনন্ত।
পিছন থেকে ধেয়ে আসছে শত্রুর পক্ষের গুলি। কিন্তু বেচারা পিস্তলের গুলি বুঝতে পারেনি সে কার পেছনে দৌড় দিয়েছে। জলিল ভাই শুধু বললো “ইস্টপ”।
সাথে সাথে গুলি থেমে গেলো।
যে পিস্তলের গুলি সারাদুনিয়া লিড করে সেও পর্যন্ত ভয়ে কাপে জলিল ভাইয়ের কথায়।
জলিল ভাই কি শুধু নায়ক?না না।
তার বোনকে ঘুম থেকে উঠিয়ে "ইস্কুলে" দিয়ে তারপরই অফিসে যায়। তার মত ভাই আর কোথায় পাওয়া যাবে??এই রকম ভাইতো গ্রীক রূপকথায় ও পাওয়া যায়না।
নিজে বিশাল শিল্পপতি।
কিন্তু গার্মেন্টসের কোন মেশিনের জিপার আটকে গেলে দৌড়ে গিয়ে বলেন “গিভ মি হ্যান্ড গ্লাপছ’।
তিনি একা একা ঠিক করে ফেলেন। নিজের চেয়ারে বসতেই শত্রুপক্ষের ফোন “ভালই ভালই ব্যবসা ছেড়ে দাও,নাহলে শেষ করে দিবো”।
হাসতে হাসতে জলিলের উত্তর “ছো ফান”।
“সততা দিয়ে আমি আজ এই পরছায়ে আছচি,কাউকেই আমি ভয় পাইনা।
কাফুরুশের মত পিছ..ছন থেকে ফোন দিছ না”
তাকে নিয়ে আরও ২ লাইন লিখতে পারলে ভালো হতো। কিন্তু সামাজিক চাপে বেশিক্ষন তার ছিনেমা দেখতে দেয়া হয়নি আমাকে। তাই পড়ে একদিন আলোছনা সমালোছনা হবে।
কিন্তু আমাদের বলতেই হবে এই রকম সাহসী শিল্পপতি নায়ক যুগে যুগে জন্মায় না। আসুন আমরা সবাই জলিলের পাশে দাড়াই যদিও তার পাশে দাড়ানোর যোগ্যতা আমাদের নেই।
তানভীর মাহমুদুল হাসান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।