মাটি একটা মানুষের কতটুকু জায়গার দরকার ? কেন দরকার ? থাকার জন্য ? নাকি জমিদারী গিরি করার জন্য? নাকি মানুষকে বলার জন্য যে আমার গুলশানে ১ বিঘা জায়গার উপরে একটা বাড়ি আছে এই জন্য ? একটা মানুষের কত টাকার দরকার ? আর কেন দরকার ? জীবনে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ? নাকি সমাজে বড়লোক লেবেল লাগানোর জন্য ? কতটুকু সন্মানের দরকার ? আর সন্মান কেনই বা দরকার আর কার কাছে থেকে সন্মানের দরকার ? মানুষ আমাকে মন্ত্রী, এমপি বলে সন্মান করলো কিন্তু আল্লাহর কাছে আমি অসন্মানিত তাহলে কি লাভ হবে ? মৃত্যুর পরে এই সন্মান আমার কি কাজে আসবে ? এই সন্মা কি যারা মারা গেছে তাদের কোনো কাজে আসতেছে ? জিল্লুর রহমান, জিয়াউর রহমান , শেখ মুজিবুর রহমান এদের কি কাজে আসছে উনাদের প্রেসিডেন্ট পরিচয় ? - আবার খালেদা জিয়া , শেখ হাসিনা আজকে কত ক্ষমতাশালী কিন্তু ইনাদের এই ক্ষমতা মৃত্যুর পরে কি ৫ পয়সার কাজে ও আসবে ? আজকে মানুষ কোটি কোটি টাকার দুর্নীতি করতেছে - তাদের কি অত টাকার দরকার আছে ? যদি না থাকে তাহলে কেন করতেছে ? এটা একটা নেশা - এই নেশা আমাদের কে অন্ধ করে রেখেছে । একটা মহিলার কতটুকু স্বর্ণের গহনা দরকার ? কেন দরকার? নিজের সাজ সজ্জার জন্য দরকার? সাজ সজ্জা কাকে দেখানোর জন্য দরকার? নাকি মানুষকে দেখানোর জন্য যে আমার অনেক অলংকার আছে এই অহংকার দেখানোর জন্য দরকার? আর উপরোক্ত দরকার গুলা কি রকম গুরুত্বপূর্ণ দরকার এবং এর জন্য কি পরিমান সময়, শ্রম, বুদ্ধি ব্যয় করা যুক্তিসঙ্গত ? আবার আমার অবস্থানের সাপেক্ষে কোনটার গুরুত্ব কেমন দেয়া দরকার? আবার একটার পিছে ছুটলে যদি আরেকটা হাত ছাড়া হয়ে যায় তাইলে কি করবো? মানে যদি টাকার পিছে ছুটতে গিয়ে , বৈধ অবৈধ চিন্তা না করে টাকা উপার্জন করতে গিয়ে যদি সমাজে সন্মান হারায়ে বসলাম, তাইলে কি করা উচিত ? আবার যদি টাকা, বাড়ি, গাড়ি করতে গিয়ে যদি জীবনের ৫৫ বছর পর্যন্ত সকাল ৮ টায় বাড়ি থেকে বের হওয়া এবং রাত ৮ টায় বাড়ি ফেরা এমন করে জীবন শেষ করি তাইলে এই টাকা উপভোগ করবো কখন ? সমাজে বড়লোক লেবেল লাগলো - কিন্তু আমি কি পেলাম? কি উপভোগ করলাম জীবনে? জীবনে চাহিদা কি কি , এগুলার কোনটার গুরুত্ব কি পরিমানে আর কোনটা কতটুকু করতে হবে এই বিষয়ে জীবনে প্ল্যান করে আগানো উচিত মনে হয় | আমি ভাবতেছি ৪০ বছর বয়সের পরে আর চাকরি করবো না - এর মধ্যে সাধা সিধা জীবন যাপনের জিনিস গুছায়ে নিতে হবে, এর পরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো - সাধারণ মানুষের সাথে মিশে জীবন টাকে উপভোগ করবো আল্লাহর ইবাদত নিরিবিলি করবো (এখনকার মত দৌড়ের উপর করার মতো না ) উদ্দেশ্যহীন বা আন্দাজে জীবন যাপন করাটা বুদ্ধিমানের কাজ হবে না মনে হয় আপনাদের মন্তব্য বা চিন্তা ভাবনা শেয়ার করতে পারেন এখানে |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।