আগুনে ঝাপ দিয়ে বলছি পুড়তে চাই না , পুড়াতে চাই। বিবেকের কাছে প্রশ্ন করছি উত্তর জেনেও খোজাঁর ভান বড্ড ক্লান্ত বইতে গিয়ে জীবনের দায়ভার। পালাতে চাচ্ছি বারবার আকড়ে ধরছে কেউ এভাবে না, ওভাবে না, এখন না শত মুনির শত মতে স্বিদ্ধান্তহীনতায় বারংবার ভুল। ভুল করতে করতে একদিন শিখে যাব ঠিক কিন্তু সময় যে বড্ড অবিবেচক কখন মুর্হতেই পালাই আবার কখনো শত আকুতিতেও ধিরে বহমান যন্ত্রনা দেবার জন্য। আশ্রয়স্থল এর অভাব তাই তোমাকে ঘিরে থাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।