চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
আমার মৃত্যুর খবর পেলে তুমি দেখতে এসো
হয়তো তুমি তা পারবে না--
কিন্তু আমি তোমায় দেখতে চাইব শেষ বারের মতো।
আমার জমে যাওয়া শরীরখানি একটু ছুঁইয়ে দিও
তুমি তাও হয়তো পারবে না-
আমি তোমার উত্তাপ মেখে না হয় নরকেই যাব!
পারলে,আমার কবরের গায়ে তোমার হাত দুটি রেখো
তা তুমি করতে চাইবে না
কিন্তু তাতে নরকের আগুন আমাকে পোড়াবে না।
আর আমি তখন ঘুমিয়ে যাব, অনন্ত ঘুম
এবার সত্যি ঘুমাবো-শেষ বারের মতো
কোন প্রেমের শক্তিও আমাকে জাগাতে পারবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।