যুদ্ধ দেখিনি আমি-
আমাকে দেখানো হয়েছে কিছু স্হির চিত্র,
আমি বুঝলাম এরই নাম যুদ্ধ,
এতটুকুই বুঝি জাতির কষ্ট।
অথচ যুদ্ধে সন্তানহারা কোন মায়ের চোখে যখন চোখ রাখি,
আমি অ - বা - ক হয়ে ভাবি-
আমাকে দেখানো চিত্রে এই কষ্টতো ছিল না।
তবে কি আমাকে ভুল দেখানো হয়েছে ?
নাকি আংশিক অতি আংশিক কিছু ?
আজ বহুবছর পর
আমি স্পষ্ট অনুভব করলাম
৭১' এর ভয়াবহতা, নৃশংসতা আর গভীর মুল্যবোধ।
এ যেন আমার চোখে দেখা মায়ের বির্বন চোখের
অন্তহীন কষ্ট আর কষ্ট।
অথচ মুক্ত মাটিতে এখনও সন্তানেরা হারিয়ে যায়।,
মায়েদের চোখ বির্বন হয়।
পুরোনো কস্টের নতুন জন্ম দেখে
কাঁদে আমার মা, আমার প্রিয় মাতৃভূমি।
লজ্জায় আমি মুখ লুকাই অসীম অন্ধকারে-
আচমকা একাত্তর আমাকে বজ্রকন্ঠে ডাকে,
আমি লজ্জিত চোখ মেলে দেখি
দুরে বহু দুরে আলোর শিখা।
আমি নতুন উদ্যোমে আবার শুরু করি যাত্রা-
এ যেন অনন্ত এক যাত্রা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।