মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।
চুপসে যাওয়া তারকাদের ভিরে নাম লিখিয়েছি
অনন্তে মিশে যাওয়ার তাগিদে
পৃথিবীর বায়ু আজ দূষিত ধোয়ার মেঘে
উচ্চ নিনাদে কান কেবলি বধির হয়ে আসে
কিংবা সব্ই ঠিক আছে, কেবল
আমার দেহ যন্ত্রটা বোধহয় অবিকল নয়।
তাই চোখে আজ কেবলি সভ্যতার পতন দেখি
দেখি খিজিরের নিশান হাতে চলেছে আজাজিল
আবাবিল উড়ছে আনমানে
অসভ্যতা দূবীতে। পৃথিবীকে গড়বে
নতুন সাজে সে সভ্যতা কৈ-
তাই কঙ্কর ফেলে না আবাবিল
মিশে যায় অনন্তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।