আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু মিষ্টি সংবাদ : : আপনার মোবাইলকেই করে তুলুন তানপুরা ( অ্যান্ড্রয়েড )

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। আপনি কি প্রযুক্তির পাশাপাশি গান-বাজনা ভালোবাসেন ? নিজেও কি গান-বাজনা অভ্যাস করেন ? বিশেষ করে ক্ল্যাসিকাল সঙ্গীত ? তাহলে এই পোস্টটি আপনারই জন্য বিছানায় শুয়ে আছি। ভোরের আলো সবে ফুটেছে। শুনতে পেলাম দুষ্টু গানের রেওয়াজ করছে। সাথে মিষ্টি তবলা বাজাচ্ছে।

আমার দুই মেয়েরই গানের বেশ তৈরী গলা। দুজনেই তবলা বাজাতে পারে। ভালো করে শুনে বুঝতে পারলাম –‘ভৈরবী’ গাইছে। সকালবেলার রাগে আমার ভৈরবের চেয়েও ভৈরবী যেন বেশি মন টানে। ভৈরবের কোমল ‘রে’ ও ‘ধা’ এর সঙ্গে কোমল ‘গা’ ও কোমল ‘নি’ মিলে রাগটাকে আরও মোহনীয় করে তোলে।

আজ যেন দুষ্টুর গলাটা আরো বেশি মিষ্টি লাগছে। ওর গলা এত তৈরী হল কবে। মনে হচ্ছে সারাটা বাড়িতে যেন সুর ছুঁয়ে ছুঁয়ে বেড়াচ্ছে। ওর গলা এত লাবণ্যময় হল কবে! একটু খেয়াল করতেই বুঝতে পারলাম গানের সঙ্গে তানপুরা বাজছে-যা দুষ্টুর গানকে আরো সুন্দর করে তুলেছে। আমার বাড়িতে তো তানপুরা নেই।

মাঝখানে ওরা দুজনে তানপুরার জন্য বায়না ধরেছিল। টাকা পয়সার কারণে কিনে দিতে পারিনি। বলেছিলাম পরে কিনে দেব। লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। তানপুরা কোথায় পেল ? দোতলায় গেলাম।

উঁকি দিয়ে দেখলাম। দুইবোনে রেওয়াজ করছে। তানপুরা দেখতে পেলাম না। ঘরের মধ্যে হোম-থিয়েটারে তানপুরা বাজছে। বুঝলাম কোনো জায়গা থেকে তানপুরা বক্স জোগাড় করেছে।

ওদেরকে ডিসটার্ব না করে নিচে নেমে এলাম। ওরা নেমে এলে জিজ্ঞাসা করলাম-বেশ গাইছিলি। তানপুরা-বক্স কোথা থেকে জোগাড় করলি ? -জোগাড় করিনি তো ? -সকাল বেলায় মিথ্যা বলছিস ? আমি যে শুনে এলাম। তানপুরা-বক্সে বাজছিল না তো কিসে বাজছিল ? -তোমার অ্যান্ড্রয়েড ফোনে । -বলিস কি ? এসব কোথায় পাস ! -খুব সোজা।

Google Apps -এর দৌলতে। এই জন্যই দিন দিন অ্যান্ড্রয়েড ফোনের এত জনপ্রিয়তা। -কিভাবে করলি ? -কী ভাবে করলাম ? দেখে নাও । প্রথমে তোমার অ্যান্ড্রয়েড থেকে Play Store এ যাও। ওখানকার সার্চ বক্সে লেখ Tanpura Droid ।

সার্চ অপসনে ক্লিক কর। এবার Install বাটনে ক্লিক কর এবার Accept & Download বাটনে ক্লিক কর। ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হলে ইনস্টল শুরু হবে ইনস্টল শেষ হলে প্রোগ্রামটি ওপেন কর। নিচের মতো দেখাবে।

Frist String এর সাধারণত ‘পা’ সিলেকসান করে নিতে হয়। সব রাগে-রাগিনীতেই মোটামুটি ‘পা’ সিলেকসান করে নিতে পারো। তবে প্রয়োজনে বাদী বা সম্বাদী অনুযায়ী অন্য কোনো স্বরও তুমি সিলেকসান করে নিতে পারো। নিচে দেখ সেই অপসানও রাখা আছে । Pitch অপসন থেকে তুমি যে স্কেলে গান গাও সেটা সিলেক্ট করে দিতে হবে।

যেমন আমি C শার্পে গাই বলে ওটা সিলেক্ট করেছি। তুমি যে ‘লয়’ বা স্পিডে গাইবে সেই অনুযায়ী Speed ঠিক করে নাও। তোমার প্রয়োজন অনুযায়ী Volume কমিয়ে বাড়িয়ে নাও। সব থেকে ভালো হয় কোনো হোম থিয়েটার বা অ্যামপ্লিফায়ার বক্সের সঙ্গে যদি এটা যুক্ত করে নিতে পারো। আর সবচেয়ে বড় কথা এমন একটা বিশ্বমানে প্রফেশনাল সফট ওয়্যার তুমি পাচ্ছ স্বাধীন ব্যবহারের অনুমতিতে।

অর্থাৎ এটা মুক্ত সফট ওয়্যার। রান্নাঘর থেকে দুষ্টু-মিষ্টির মা ডাক দিল-কিরে তোরা পড়তে যাবি না ? -দুষ্টু সাড়া দিল- এই যে যাচ্ছি। বাবা ফিরে এসে কথা বলব। এই বলে ওরা ছুটতে ছুটতে বেরিয়ে গেল। আমি আমার স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস থেকে তানপুরা অন করলাম।

অনেকদিন গানবাজনা ছেড়ে দিয়েছি। না , এবার আবার নতুন করে শুরু করতে হবে। ************************************************* আমার এই লেখাটি প্রথমে www.techspate.com এ প্রকাশিত । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।