ব্যস্ত ক্লাসে হঠাত্ করে মন চলে যায় অনেক দূরে, হলদে ফুলে চড়ুই পাখি সব ভূলে তাই তাকে দেখি.. আরেক দিকে আমের ভারে গাছ ঝুকে যায় মাটির ধারে। কখন যেন পড়ার ফাকে হারাই আমি ফুলের ডাকে, গোলাপী তার কোমল পালক সবুজ পাতায় মেঘের ঝলক.. মাতাল হাওয়া পাখা মেলে বর্ষা এবার এলো বলে। জলের কনায় হাত ভিজিয়ে আনমনে দেই মন ভাসিয়ে, কাচের মত জল জানালায় দেখবো কাকে সেই আয়নায়.. বর্ষা ডানায় উড়ে চলি নিজের দিকে তাকিয়ে বলি, 'কেমন করে বর্ষা হবি? মেঘ নাকি তুই জলমানবী.. জলের রঙে আঁকবি ছবি, ক্লাস ফাকি দেয় দুষ্টু কবি!' [আজ ক্লাসে একদম মন বসাতে পারলাম না ম্যাডামের একঘেয়ে কথা শোনার ভান করে লিখলাম আমার মনের কথা.. এ হলো ক্লাস করেও ফাকি দেওয়া দুষ্টু কবির উল্টোপাল্টা কবিতা ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।