আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু ছেলে

একজন শব্দ শিকারি দুষ্টু ছেলে রন্টি, স্কুলে গিয়ে থাকে খেয়ালে বাজবে কখন ঘণ্টি। দুষ্টুমিতে সেরা সে পড়াশুনায় নাই মন, দুষ্টুমি করে নোবেল নিবে ভাবে সে সারাক্ষণ। তার অত্যাচারে অতিষ্ঠ বাবা মা আর দাদি, ভয় দেখিয়ে মামা বলে “রাখব তোকে বাধি”। ভয় কি জিনিস তার সাথে রন্টির নেই পরিচয়, তবুও সে কেঁদে কেঁদে দেখিয়ে যায় অভিনয়। স্কুলের হোমওয়ার্ক পেপার আর কলম বই, মা এসে বলে “রন্টি, এসব গেল কই?” রন্টি বলে আমি কি আর এত জানি বই গিয়েছে রাজধানী কলম গিয়েছে ড্রেনে, পচা জল ঘেটে তুলব নাকি টেনে। হোমওয়ার্ক পেপার নিয়ে গেল ঝালমুড়িওয়ালা, আমি শুধু খেয়েছিলাম অল্প মুড়ি আর কিছু ছোলা। হঠাত করে মামা এসে সব শুনে বলে অবশেষে “আবার যদি এমন কান্ড করো রাখব বেধে, এবার কানটা ধরো।“  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।