আমার বোনের ছেলে অনিন্দ্য। মাত্র ৪ বছর বয়স। এত্ত দুষ্টু হইছে না! সারাক্ষণ দুষ্টুমি করে! আর আমাকে পেলেতো কথাই নেই। ইদানিং ওর আম্মু ওকে একটা ছড়া শিখিয়েছে। ছড়াটা বোধয় আমাদের সবার জানা- ঐ যে-
গোল করোনা গোল করোনা
ছোটন ঘুমায় খাটে
গত শুক্রবার ওদের বাসা গিয়েছিলাম। আমাকে দেখা মাত্র ছড়া শুরু করছে-
গোল করোনা গোল করোনা
ছোটন ঘুমায় খাটে?
সেই ঘুমকে কিনতে হবে
নোয়াব বাড়ির হাটে?
সোনা নয় রূপা নয়
দিলাম মতির মালা?
তাইতো ছোটন ঘুমিয়ে আছে
ঘর করে উজালা?
দেখেন ওর ছড়া পড়ার স্টাইল! প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন! আমিতো হাসতে হাসতে শেষ-কি বলে দুষ্টুটা!
আপাততো ওকে নিয়ে ধারাবাহিক চলবে।
আমিতো আর গুছিয়ে লিখতে পারিনা। যদি ভাল না লাগে, আমাকে বকা দিবেন না প্লিজ। বকা দিলে আর লিখবোনা বলে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।