আমার ব্যক্তিগত ব্লগ
খুব ছোট বেলা থেকেই কেন যেন ছেলেদের সাথে আমার মারামারি লেগে যেত, (সেটা এখনোও চলছে)। সৌদি আরবেও সেটা বন্ধ রইলো না। আমার ধারনা, ছোটবেলায় সৌদি ছেলেরা খুব দুষ্টু থাকে। একদিন এক দল ছেলে এসে আমাদের আর আমাদের পাশের বাসার গাড়ির উপর ভীষণ ভাবে দাপাদাপি শুরু করে দিল। আমি বার বার গাড়ির উপর থেকে নামতে বললাম, নামে না, দাঁত বের করে হি হি করে হাসে আর লাফায়।
যদিও কেউ কারো ভাষা বুঝিনা, তারপরও পরস্পরের বাক্য বিনিময়ে কোনো সমস্যা ছিল না। রাগের ভাষা সব দেশেই এক। আমি ভয় দেখালাম, আব্বাকে ডেকে আনবো, ওরা বোঝালো, ডাক, যাকে খুশি। এক পর্যায়ে থাকতে না পেরে আব্বাকে ডেকে আনলাম। আব্বা এক মুহুর্তের জন্য চুপ করে দেখলেন, ওরাও আববাকে দেখে একদম চুপ করে গেল, আব্বা যেন কি জিগ্যেস করলেন ওদের দল নেতাকে, সে খুব ভদ্্র ভাবে উত্তর দিল, তারপর চুপচাপ নেমে চলে গেল।
আমি ভাবলাম, বেশ হয়েছে।
ফিরার সময় আব্বা বলল, ছেলেটা আব্বার বসের ছেলে!! আব্বা সুধু ওর বাপের নাম জিগ্যেস করেছিলেন নিশ্চিত হবার জন্য!
এরপর ওরা আর কখনও দুস্টামি করতে আসেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।