আমি চমকে উঠেছিলাম মরমর শব্দে ঝরে পড়া পাতার দিন শেষে কড়া নাড়লে তুমি এই বুঝি এসে.... কান পেতে রেখে ছিলাম অন্য প্রতিটি ইন্দ্রিয় এক করে সে ধ্বনি উচ্চতর হবে বলে কিন্তু তা মিলিয়ে গেছে বাতাসে প্রতিধ্বনি তুলে, তাতে কি হয়েছে ! তুমি আসনি বলে আমার সকাল গুলো কি অসময়ে রাত হয়েছে ? অরণ্য'রা কি বিরহে বিলীন হয়েছে ? নক্ষত্ররা কি আলো হারিয়ে আঁধারে মিশেছে, জোছনা কি ম্লান হয়েছে ? তাতে কি হয়েছে ! ভাঙ্গনের ছবি আমি কখনো দেখি না অমাবশ্যার আকাশে আমি চোখ রাখি না, আমার আকাশে থাকে সর্বহ্মণ পূর্ণ পূর্ণিমা যেখানে নিষক কালো দীঘির জলে পা ডুবিয়ে বসে থাকে প্রিয়তমা তার রূপোর নূপুর ঘিরে খেলা করে জলজ্যোত্স্না সে হয়তো তুমি নও, আমার বোঝার ভুল সে হয়তো অন্যকোন অদেখা প্রিয়তমা |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।