কলপনার মাঝে ভেসে আছি
প্রানের মাঝে জ্বলছে প্রতিশোধের আগুন
আজও ভেসে বেড়ায় স্মৃতিমাখা সেই ফাগুন,
কিছুতেই পারছি না মনে চাপাতে পাথর
তীব্র এক ক্ষোভ জ্বালিয়ে বেড়ায় প্রতি প্রহর।
আবেগের খেলায় মেতে ছিল সে কিছুদিন
তার শোধ তাকে দিতে হবে সীমাহীন।
চোখের সামনে সঙ্গীকে রোজ তার দেখবো
প্রতিশোধ হিসেবে তার মাথার চুল সবগুলো ছিড়বো।
কাঁদতে যদি হয় তবে দুজনেই কাঁদবো
তাকে সুখে রেখে,বেদনায় কেন একা ভুগবো?
সবার মত তাকে পারবো না ক্ষমা করে দিতে
প্রতিশোধ নিয়েও চাইব না ভুলে যেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।