আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশোধ



এসেছে সুযোগ,কড়া নাড়ছে দ্বারে অতি শীঘ্রই গ্রহণ করিবো তারে। কত ধৈর্য ধরে ,কত ত্যাগ স্বীকার করে প্রতিটি সতর্ক পদক্ষেপ,বিচক্ষণতার জোরে। পিছপা হইনি যাতে ছিলো ভয় উড়িয়ে দিয়ে সব করেছি জয়। বস্ত্র বুনিতে প্রতিটি সু্ইয়ের ফোড় রূপদান করিতে প্রতিটিতেই তোড়জোড়। ভুলিনি সেই অবিচার ,অযথা দুর্ব্যবহার প্রতিশোধ নেবোই করেছিলাম অঙ্গীকার ।

সেই স্পৃহা হতে, হইনি একচুল চ্যুত কোনো প্রতিবন্ধকতার কাছে মাথা করিনি নত। দুর্বল হয় ভুজবল ,প্রতিশোধের ফলে অক্ষমেরাই না পেরে থেকে যায় পদতলে। আমি পরাক্রমশালী, অনেকের চেয়ে সেরা প্রতিশোধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,শুধু হাতের ইশারা। এক পথে নিশানায় পৌছিয়ে ,এখন কোনদিকে যাই ঈশ্বর পথটি যে বিভক্ত হয়ে দুটি ধারায় অগ্রসর ! কহে ঈশ্বর, যদি যাও বায়ে, নিলে প্রতিশোধ গড় প্রাপ্তি সেখানে, হয়ে গেল শোধবোধ আবার মাড়াও যদি ডানের সড়ক,হবে অবিনশ্বর মহত্ব অপেক্ষায় সেথা প্রাপ্তি বৃহত্তর। জানালাম তোমায় দুটি পথের হেতু বিবেচ্য তোমার যেটাতেই হও স্হিতু।

----------------- তানিম যুবায়ের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।