আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিজস্ব কথা(২) গান-প্রদীপ হালদার

প্রদীপ হালদার,জাতিস্মর। আমার নিজস্ব কথা(২) গান-প্রদীপ হালদার (১) আমি তোমায় ভালবাসি বলতে পারি নি না বলাতে এত ব্যথা আগে বুঝি নি। কেউ তো আমায় ভালোবেসে কাছে ডাকে নি না বলাতে কেউ তো আমার পাশে আসে নি। এত ব্যথা জেনেও আমি তোমায় ভালোবাসি এই জীবনে এর চেয়ে তো আর চাওয়ার নাহি। কি পাবো আর কি পাবো না তোমায় ভালোবাসি এই জীবনে না পেলেও কিছুই নাহি চাহি।

আমি তোমায় ভালোবাসি বলতে পারি নি না বলাতে এত ব্যথা চোখের জলে কাঁদি। তবু তোমায় ভালোবাসি তবু তোমায় ভালোবাসি। (২) আমার মনের জানালা ছুঁয়ে যদি সে গান গেয়ে যায়- আমার হৃদয়ের ব্যথা যদি সাগরের জলে উতলায়- সব কিছু ভুলে থাকা যায় যদি না সে হৃদয় থেকে দূরে চলে যায়। শীতের সাথে সাথে পাতা ঝরে যায় বসন্তের সাথে সাথে ফুলে ভরে যায়। সব কিছু ভুলে থাকা যায় যদি না সে মনের দুয়ার থেকে দূরে চলে যায়।

মাঝে মাঝে মনে হয় বহু দূরে চলে যাই হৃদয় দুয়ারে বেঁধে বুঝি কোনো লাভ নাই। পারি নাকো ভুলে যেতে আমি তার সাথী হয়ে জীবনের পরিচয়ে ভালোবাসার মিলনে। (৩) বর্ষার দিনে বসে গল্প করতে কার না ভালো লাগে এক ঝলক রোদে আকাশে নাকি সাতরাঙা রামধনু হাসে। সন্ধ্যার আলোতে ঝুপ ঝুপ শব্দে ভূতের গল্প আসে মনে ভয়ে ঠাসাঠাসি করি মারামারি কামিনী ফুলের গন্ধে। ব্যাঙগুলি সব লাফিয়ে চলে ছলাৎ ছলাৎ ওই শব্দে লজ্জাবতী লজ্জা পেয়ে যেন লজ্জায় মরে যাচ্ছে।

পাখী সব ভিজিছে জলে করিছে শুধু চীৎকার হাওয়ার দোলায় দুলিছে গাছ ঝরিছে ফুলের বাহার। (৪) আমার হৃদয় জুড়ে আছে আমার অনেক যন্ত্রণা ঝরা ফুলের মতোন আমি হয় না সান্ত্বনা। পাথর আমার হৃদয় সেথায় ফুল তো ফোটে না নদীর মতোন জীবন আমার জোয়ার আসে না। তোমার মধ্যে আমি আছি আমার মধ্যে তুমি ভালোবাসার জীবনেতে কেই বা বলো সুখি। দুটি চোখের তারায় আমি তোমায় দেখেছি পদ্ম পাতার মতোন আমি ভেসে রয়েছি।

(৫) চলতে চলতে পথে থেমে গেছি আজ তোমার দেখা পেয়ে। শুরু হলো আজই নতুন জীবন নতুন সঙ্গী পেয়ে। কোনোদিন আমি দেখি নি তোমায় দেখি আজই এই প্রথম। কোনোদিন আমি বলি নি কথা বলি কথা আজই এই প্রথম। না ছিল দেখা না ছিল কথা না ছিল কোনো পরিচয়।

শুরু হলো দেখা হয়ে গেলো কথা মিলে মিশে হয়ে গেলো শুভ পরিণয়। (৬) আমার হৃদয় যা ছিল তার সবই দিয়েছি এ জীবনে যত ব্যথা বেশী কেঁদেছি। আমার গলার ফুলের মালা তারে দিয়েছি দুহাতে ঢেকে আঁখি শুধু কেঁদেছি। আমি তার চোখের কোণের কাজল হয়েছি সিঁথিতে সিঁদূর হয়ে মাথায় রয়েছি। আমি তার শাঁখা হয়ে হাতে রয়েছি এ জীবনে ভালোবাসা তারে দিয়েছি।

তারই খোঁপার ফুল হয়ে ভালোবেসেছি আমি যে তার চুড়ি হয়ে হাতে পড়েছি। তুমি আমার ভালোবাসা,সবই দিয়েছি আমি তোমার কান্না হয়ে রয়ে গিয়েছি। (৭) তোমার মনের কথা আমার জানা হলো না তুমি বলবে বলেছিলে তবু বলতে পারলে না। মাথায় খোঁপা বেঁধে রঙ বেরঙে সেজে কত কথা বলে গেলে তুমি আমার সাথে। তবু জানতে পারি নি তোমার মনের কথা কি এত কথার মাঝে বলো আসল ছবিটি।

হাতের লেখা চিঠি তুমি দেবে বলো আমায় এমন কথা বলেও তুমি হারিয়ে গেলে কোথায়। (৮) তোমাকে ছুঁয়ে আমি প্রথম বুঝেছি স্বর্গ কাকে বলে তোমাকে ছুঁয়ে আমি প্রথম জেনেছি ভালোবাসা যাকে বলে। তোমার ছোঁয়ায় স্বর্গ আমি, বইছে মনে জোয়ার জানি এই পৃথিবীর স্বর্গ তুমি তোমার ছোঁয়ায় মরতে পারি। তুমি আমার স্বর্গ ওগো,তোমার হাতের ছোঁওয়া তুমি আমার ভালোবাসা,তুমি আমার পাওয়া। এই পৃথিবীর স্বর্গ যদি কোথাও বা সে থাকে তোমার ছোঁয়ায় লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে।

ফুলের ছোঁয়ায় মন ভরে না নেইকো ফুলে স্বর্গ তোমার ছোঁয়ায় মন ভরেছে তুমি আমার স্বর্গ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।