ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস, নিজস্ব নরকে -আবু মকসুদ বৃক্ষের নীরবতার কাছে নিজেকে সপে অরণ্য বনে যাই, অরণ্যে হারাই তাদের বুকের পাঁজরে কুড়ালের উদ্দাম নৃত্য গায়ক পাখিদের বিপর্যস্ত করলে, মেদুর বিকেলগুলো ভয়ঙ্কর রাত হয়ে যায় বৃষ্টি কথায় আর যুবতি জলে সারারাত সাঁতরানোর কথা ছিল, আমাদের বন্ধু চরে আশ্বিনের চাঁদ দেখা দিলে ও পাড়ার নন্দিনীর মতো হাতছানি দিয়ে ডেকেছিল এক সারি কড়াই আকাশিয়ার মগডালে বৃষ্টিরা রয়েছে ঝুলে দেখে আমাদের চোখ উজ্জল্য ধারণ করেছিল ভেবেছিলাম নাগরিক মনে প্রতিশোধ স্পৃহা নয় কুয়াশা কথার হালকা প্রলেপ নিয়ে বাড়ি ফিরে যাবো। আমাদের তহবিলে জমানো সব মধু বিতরণে ব্যস্ত হলে সীসায় বিদ্ধ একটা পাখি জল জল চেঁচাতে চেঁচাতে পড়ে গেলো সামনেই জলের খোঁজে অযথাই ঘুরা হলো কুড়াল, করাতের উদ্দাম নৃত্য নিজেদের মানব জন্ম স্মরণ করালে আমরা কুহেলী সরাই এবং নিজস্ব ইচ্ছার কবর দিয়ে ফিরে যাই নগর নরকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।