আমাদের কথা খুঁজে নিন

   

নিজস্ব মুদ্রায়



কামকে না করে যে পতঙ্গ একবার সোজা হয়ে দাঁড়িয়েছিলো; যমকে না করে যে নদী একদা বঙের কোলে আশ্রয় নিয়ে ছিলো অভিমানে ; বাসুকে না করে যে বৃক্ষ তার শাখা প্রশাখা সহ সহজিয়া হয়েছিলো; ভুলকে না করে যে আগামী আবার ফিরে আসে মক্তবে; প্রেরকে না করে যে নিমাই নিজেই গিয়েছিলো মোরাকাবায়; যতকে না করে যে চিন্হ পেয়ে গেলো জ্যোতির সাক্ষাৎ; ভবকে না করে হেলে দুলে যে যৌবন পর করে সাঁকো ; কুরুকে না করে যে লাঙল অবিরাম চালায় চক্র; সাহাকে না করে যে ভূমি রি রি করে ডাকে মাঝরাতে মাঝারি স্বরে; বাহাকে না করে যে একলব্যের ইতিহাস লিখে রেখে যায় দুয়ারে দুয়ারে; রমণকে না করে যে এখনও সাঁজায় বাগানে সজ্জা; ললোকে না করে যে প্রকৃতিহারা হয়ে দিব্য হয় দীনহীন; দেয়া নেয়া না করে যে গৃহী এক তারে একতারা হয়; আমি বেঁজে উঠি নিত্য নৃত্য করি নির্ঘূম নিজস্ব মুদ্রায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।