শিক্ষানবীশ । । শিখছি । । ---------- সৈয়দ সাইফ
মানুষ সভ্যতার দিকে ক্রমশ অসভ্য হয়ে এগিয়ে যাচ্ছে ।
আমাদের দেশ বাংলাদেশ । যে দেশের আছে নিজস্ব কিছু সংস্কৃতি, নিজস্ব কিছু আচার অনুষ্ঠান, নিজস্ব রীতিনীতি ইত্যাদি । আমার যতটুকু ধারণা বাংলাদেশের সংস্কৃতি বা তার আচার ব্যবস্থা। নিয়মনীতি কোনো অংশে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই । তবে বাংলাদেশের মানুষের একটা দিক মানতে আপনারা সকলে বাধ্য হবেন যে এদেশের মানুষেরা অনুকরণ প্রবণ হয়ে উঠছেন একটু বেশিহারে ।
আমরা সকলেই বিলাতী তথাকথিত মডার্ণ কালচারের চাপে পড়ে নিজের দেশের কালচার বিসর্জন দিচ্ছি অকাতরে । অনেকে আপডেট বা স্মার্ট বলে একে আখ্যায়িত করে তা সপ্রসারণেরও ব্যাবস্থা করছেন । শ্লীলতার সীমারেখাও এই উল্ট্রামডার্ণ এর চাপে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে । মাঝে মাঝে তাদের বলতে ইচ্ছে করে যে মাত্র কয়েক গজ কাপড়ের জন্য এহেন কিপ্টামী না করে কিনেই ফেলুন না, দেখবেন খারাপ হবে না । অনেকেই বুঝতে চান না যে, আপনাদের আপনার মানসিক দাসত্বের খোলস হতে বেড়িয়ে আসার আহবান করা হয়েছে, কাপড় ছেড়ে বেড়িয়ে আসার জন্য নয় ।
আপনারা সকলে স্মার্ট হোন, দেশটা স্মার্ট হবে, সকলে দেশের কথা ভেবে দেশীয় সংস্কৃতিতে উদ্ধুদ্ধ হোন দেশ উন্নত হবে । সংস্কৃতি পরিবর্তনে,ধারা ধরে রাখতে এগিয়ে আসুন, কলুষিত না । অযথা দেশ উন্নত করবো করবো বলে গলার রগ ফুলিয়ে লাভ নাই । আপনারা দেশের সামগ্রী ব্যবহার করুন, দেশের সংস্কৃতি ধরে রাখুন, কয়েকগজ কাপড় বেশী কিনলে বরঞ্চ বাংলাদেশের তাঁতীদেরও পেট ভালোই চলবে । বোনেরা বুঝেন না কেনো আপনারা কম কাপড় পড়েন বলেইতো তাদের পেটে ভাত জোটে না ।
নিজের স্বকীয়তা ধরে রাখুন দেখবেন অন্যেরাও তা করবে, তখন অমৃত লাগবে দেইখেন । দেখবেন একদিন অনেক গৌরবের সাথে নিজেকে বাঙ্গালী বলে দাবী করবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।