আমার এক নিজস্ব সরোবর আছে মানস সরোবরের বাড়া সে সংগোপণে একান্তই সে আমার। ভোগবাদি ঔরসে যাপিত জীবন কর্পোরেট শৃঙ্খল-দলিত মনন ইঁদুর দৌড়ে ক্লান্ত আমি আমার ভেতরের আমি ওঠে গেয়ে 'মন মাঝি তোর বৈঠা নে রে ...' হৃদয় তন্ত্রীতে ঢেউয়ের আওয়াজ- সরোবর ডাকছে যে ডাগর চোখ তুলে সহসাই দেই আমি ডু্ব - পরম মমতায় জড়িয়ে ধরে সে শান্তি জলে শরীর জুড়ায় জল হয়ে যায় হযরে আসওয়াদ- শুষে নেয় বিষণ্নমাখা দু:খবোধ নিমেষেই হয়ে পড়ি অপাপবিদ্ধ দেবশিশু। এভাবেই বারবার .. দুঃখ শুষে নেয় সে সংগোপনে একান্তই সে আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।