আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিজস্ব কথা (গান)- প্রদীপ হালদার

প্রদীপ হালদার,জাতিস্মর। আমার নিজস্ব কথা(গান)- প্রদীপ হালদার (১) তোমার ওই দুটি চোখে,আমার এই ভালোবাসার মনটি- কখন হারিয়ে গেছে,আমি বুঝতে পারিনি- আমি বুঝতে পারি নি,আমি বুঝতে পারি নি। তোমার ঠোঁটের হাসি,আমার মন নিয়েছে কেড়ে- তোমার হাতের ছোঁয়ায় আমার হৃদয় গেছে ভেঙে। তখন আমি হারিয়ে গেছি তোমার মনের আঁচলেতে- আমি বুঝতে পারি নি। তোমায় আমি কতদিন দেখি নি- তোমার ওই মুখখানি স্বপ্নে ভরে রেখেছি।

হৃদয়ে এত ব্যথা ভালোবাসা জলে আমি বাঁচতে চেয়েছি। তুমি কিগো হারিয়ে গেলে আমার এই মনটি থেকে- আমি যে বেঁচে আছি তোমার ওই মিষ্টি মুখে। তোমার মনের কথা আমার হৃদয় জুড়ে আছে- সেইখানেতে আমার ব্যথা তোমায় ফিরে ডাকে। (২) বৃষ্টি বৃষ্টি তুমি এসো আরো জোরে তোমার ওই ভালোবাসা মালা পড়ে হৃদয় ভেঙে দিয়ে। আমি তখন থেকে চেয়ে আছি তোমার মুখপানে তোমার ঠোঁটের মুচকি হাসি পড়ছে ঝরে ঝরে।

জলে ভিজে গাছগুলি সব আপন মনে নাচে তোমার ভালোবাসায় আমার এ মন শুধু কাঁদে। তুমি আছো কতদূরে ওই পাহাড় যতদূরে আমার এ মন তোমায় খোঁজে শুধু ঘুরে ঘুরে। তুমি আমার ভালোবাসা আমার এ মন বলে তোমার হৃদয় কেঁদে কেঁদে আমার কথা বলে। তোমার ভালোবাসা আমার ভালোবাসা ফুলে ফুলে ভরে উঠুক তোমার আমার আশা। (৩) তুমি পারবে না,জানি আমি মনের কথা বলতে- হৃদয়ের যত ব্যথা সবই ভুলে দিতে।

আকাশের মেঘগুলি ভেসে ভেসে উড়ে উড়ে- পাখীদের সাথে সাথে কত কথা বলে বলে। আমার এ মন উড়ে যায় তোমার মনের খোঁজে আমারই ভালোবাসা হায় তাও সে কি বোঝে। তুমি নীরবে চলে গেলে আমার ভালোবাসা নিয়ে হারিয়ে কোথায় গেলে আমায় ঠিকানা না দিয়ে। তোমাকে যে ভালোবেসে আমি কত ব্যথা পাই মন থেকে আজও আমি তোমাকে যে কাছে চাই। হারাতে দেবো না দেবো না আমি তোমাকে যে কাছে ডেকে ভালোবেসে তোমাকে যে চাই যে।

(৪) আমিও একদিন,তোমারই মতো ছোট ছিলাম কত হাসি কত গান নিয়ে এ জীবন ভরে নিতাম। তোমারই মতো ওই ফুলগাছে উঠে কত ফুল সেদিন তুলেছি। আজ যেন সেখানেতে গিয়ে স্মৃতির অতীতে হারিয়ে গেছি। তুমিও ছোট ছিলে আমিও ছোট ছিলেম দুজনে মিলে কত গান গেয়েছি। তারপরে কোথা হতে কিভাবে কেমন করে আমরা আলাদা হয়ে গেছি।

আজ আমি এখানে,তুমি কোথা জানি না,আছো কিনা ভাবি না কাছাকাছি রয়ে গেলেও চিনতে তো পারবে না। (৫) ছোট্ট ছোট্ট কথা আমি তোমাকে বলবো দুজনে মিলে হয়তো কোথাও আমরা হারিয়ে যাবো। আমার মনের সীমানা ছুঁয়ে গান গেয়ে যাবে তুমি দখিনা বাতাসে ওড়না উড়ে যায় তাও কি বোঝ নি। ফুলে ফুলে কত ফুল যায় ফুটে ফুটে ঝরে যায় কত ফুল,যায় ছুটে ছুটে। আমার ফুল যে ওই ফুটে রয় আমার মনের পাশে ঝরণার কুলু কুলু ধ্বনি আজও কানে বাজে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।