বই পড়ার জন্য আমার একটা ডিভাইস দরকার। এখন আমার হাতে দুটি অপশন।
- ই বুক রিডার
- স্মার্ট ফোন
আমি যতদূর জানি, কিন্ডল ই বুক রিডার হচ্ছে বেস্ট। কারন এতে চোখের উপর প্রেশার পড়ে কম। দীর্ঘক্ষন পড়লেও চোখে কোন জ্বালাপোড়া হয় না।
সূর্যের আলোতে অনায়েসেই পড়া যায়, রিফ্লেকশন হয় না। সর্বোপরি, চোখের জন্য ততটা ক্ষতিকরও নয়। যদিও আন্তর্জাতিক মূল্য ১৯৯ ডলার, কিন্তু বাংলাদেশ থেকে কিনলে পড়বে ২৪০০০ টাকা প্রায়। কিন্ডলে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারব না বললেই চলে, কারন ওয়াইফাই খুব একটা এভেলএবল না।
এখন আসি, স্মার্টফোনের কথায়।
সনি এক্সপেরিয়া আর্ক এস - সেটটির মূল্য ২৪৫০০ টাকা। আন্ড্রয়েড জিঞ্জারব্রেড । ৪ ইঞ্চি স্ক্রীন, কিন্ডলের চেয়ে অনেক ছোট হলেও মোবাইল হিসেবে বড়ই বলা যায়। এটা দিয়ে যেমন ই বুক পড়া যাবে, তেমনি ইন্টারনেটে নিউজপেপার গুলোও পড়া যাচ্ছে। বাড়তি সুবিধা হিসেবে, মোবাইলের অন্যান্য সুবিধা তো থাকছেই বোনাস অনুসারে।
এখন আপনারা পরামর্শ দেন, কোনটা কিনব? শুধু ই বুক রিডার নাকি স্মার্টফোন। আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে ভাল হত। আমার ভয় একটাই। স্মার্ট ফোনে বেশি সময় ধরে বই পড়লে কি চোখের খুব ক্ষতি হবে ? যাদের ইবুক রিডার /আইপ্যাড/ট্যাবলেট আছে, বই পড়লে চোখের উপর চাপ পড়ে কেমন? আবার এখানে যারা বই পড়ার জন্য স্মার্টফোন ব্যবহার করেন, ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে চোখের উপর কেমন চাপ পড়ে একটু জানাবেন।
আরেকটা ব্যাপার, যাদের কিন্ডল টাচ টা আছে তাদের জন্য - বাংলা ই বুক পড়া যায়? আমি একটা পোস্টে দেখেছিলাম উনি পড়তে পারছিলেন না।
কারন ওইটাতে আন্ডরয়েড ওএস নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।