অনুষ্ঠানের জন্য সিউলের একটি পাবলিক পার্কে বেলুনের ভেতর ১০০টি জি২ স্মার্টফোনের কুপন ঢুকিয়ে বাতাসে উড়িয়ে দেওয়া হয়। এরপর বেলুনের কুপন সংগ্রহ করতে এয়ারগান দিয়ে বেলুন ফুটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ২০ জন।
এ দুর্ঘটনার জন্য নিরাপত্তাজনিত দায়ও স্বীকার করেছে এলজি। আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন শহরের প্রচারণা কার্যক্রম বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আউটডোর প্রচারণাও বাতিল করেছে এলজি কর্তৃপক্ষ।
গত সপ্তাহে নিউ ইয়র্কে স্যামসাং ইলেক্ট্রনিক্স, অ্যাপল এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রতিযোগী হিসেবে এলজি নতুন এ ডিভাইসটি উদ্বোধন করে।
আগামী দুই মাসের মধ্যে নতুন স্মার্টফোন জি২ বিভিন্ন দেশের ১৩০টি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের আওতায় বিক্রি করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।