আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্রতার মুখোসে "ছুপা ছাগুউ"

এই লোকের ব্লগ কিন্তু বেশি সুবিধার না! সো, সাবধানে পড়বেন এবং মন্তব্য করবেন.... আগেই বলে রাখি আমি মানুষ কিন্তু ভালো না,জামাত শিবিরের লোকজন দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। । সুতারাং এই লেখাটা একজন "খারাপ মানুষ" হিসাবেই পড়বেন। জামাতিরা আমার কাছ থেকে কোন ভদ্র ব্যাবহার আশা না করাই ভালো! আমি আর আমার বন্ধু এক অফিসে বসে ছিলাম। আমার বন্ধুটির হাতে সিগারেট এবং আমার হাতে "প্রথম আলু" পত্রিকা।

আমাদের পাশেই এক ভদ্রলোক বসা ছিলো। হটাৎ সেই ভদ্রলোক দুই হাত জোর করে অনেকটা মিনতি করার ভঙিতে আমাদের সামনে এসে বললো, "বাবারা অনুগ্রহ করে এই পত্রিকা পড়বেন না। এই পত্রিকা পড়লে ঈমান থাকবে না। " (আমি ভাবছিলাম সিগারেটের অপকারিতা বিষয়ক কোন লেকচার দিবে!) - আমি,"তাহলে কোন পত্রিকা পড়লে ঈমান থাকবে?" - ভদ্রলোক,"যেসকল পত্রিকা,টেলিভিশন ইসলামের কথা বলে সেই ধরনের পত্রিকা পড়া উচিত আমাদের" । - আমি, "আমিতো খবর পড়ার জন্য পত্রিকা পড়ি,ইসলামী জ্ঞানের জন্য ইসলামি ম্যাগাজিন,সাময়িকি,ইত্যাদি আছে". - ভদ্রলোক,"তারপরও এইসব পত্রিকা সত্য,নিরপেক্ষ নয়।

" - আমি,"কোন পত্রিকা নিরপেক্ষ?" ভদ্রলোক,"আজকাল নিরপেক্ষ সত্য সংবাদ প্রকাশ করলেও তাকে গ্রেপ্তার করা হয়। যেমন, আমারদেশ,দিগন্ত টিভি আমাদের দেখা উচিত এইসকল মিডিয়া ইসলামের কথা বলে" - আমি,"এইতো লেঞ্জা পাওয়া গেছে!!" ভদ্রলোক,"বুঝলাম না,কি বললা?" আমি,'না কিছু না। আমার মত অন্য কাউকে এই ধরনের জ্ঞান দিতে যাওয়ার সময় লেজটা সাবধানে রাখবেন!" - ভদ্রলোক,"বাবা তোমরা যুবক ছেলে পেলে, তোমাদের উচিত মুরুব্বিদের সম্মান দিয়ে কথা বলা, আমি আসলাম ভালো কিছু বুঝাইতে... - আমি,"রাখেন আপনার ভালো কিছু, এইগুলা যদি ভালো কিছু হয় তাহলে রসময়গুপ্তের চটি গল্পও ভালো কিছু!" - ভদ্রলোক,"দেশের সবাই নাস্তিক হয়ে যাচ্ছে! দেশ থেকে ইসলাম উঠে যাচ্ছে..." - আমি,"নাস্তিক আস্তিকের প্রশ্ন আসতেছে কেন? আমি কি ধর্মের নামে কিছু বলছি? সোজাসুজি উত্তর দিবেন," এতক্ষনে আমার বন্ধুর সিগারেটও শেষ। আমাদের কথা তর্কের দিকে চলে যাচ্ছে দেখে আমার বন্ধু আমাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল! এখন লক্ষ করি,এখানে অনেকের মাথাই আউলাইয়া দিতে পারে এইসব ছুপা ছাগু গুলা। এরা অনলাইনের থেকেও ভয়ংকর , অনলাইলের গুলা পিটাইয়া গুতাইয়া ঠিক করা যায় কিন্তু এদের? এরা ফতোয়া দিবে, আমাদ্বেশ এবং ডিগন্ত ছাড়া কোন কোন টিভি/পেপার পড়লেই ঈমান চলে যাবে! আবার কিছু আবাল এদের কথা বিশ্বাস করে আমার দ্বেশ পড়া শুরু করবে! ভুল ভাল নিউজ নিয়া আবার তর্ক শুরু করবে. মাহামুদুরকে (পড়ুন চুদুরবুদুর) এরা জুলিয়ান এ্যাসেঞ্জ ভাববে! কোন এক যায়গায় নাকি বিভিন্ন হাট বাজারে টিভি সেট করে দিছে এবং সেখানে শুধু খবরের সময় ডিগন্তের খবর প্রচার করা হয় আর অন্য সময় উলাল্লা উলাল্লা/ডিনকাচিকা দেখায়!! খুব কৌশলে এরা মানুষের মাথা নিয়ে খেলছে।

আমাদের সকলের সতর্ক হওয়ার সময় এখনই.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.