আমার আগের হেডিং টা সরাই দিছি
ঘটনার বিবরনে প্রকাস:
একজন বিশিষ্ট ব্লগার -- চাপাবাজি ওরফে চাপ্পু নামক সাইট হইতে নাকি বিনামুল্যে ভদ্রতার সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু এতে উনি খুসি হন নাই ।
ঘটনার বিবরনে আরো প্রকাশ, চাপ্পুর মডুগন প্রথমে সার্টিফিকেট দিতে বসেন নাই ঐদিন। বৌদ্দোতিক গোলোযোগের কারনে মডুগন ধন্দে পড়ে গেস্লেন। ধন্দ থেকে দন্দ্ব।
তার থেকে কত না মন্তব্য। যাহোক, মুল সমস্যা হলো বৌদ্দোতিক গোলোযোগের কারনে ৩ জন চাপাবাজকে একই লোক বলে মনে হসসিলো। এই গোলোযোগ চাপ্পুর কারনে নহে। ইহা বাংলাদেশের ইন্টারনেট বিতরন কারি প্রতিষ্ঠান গুলোর ব্যাবসার কায়দার কারনে।
এই কায়দার ফলে সাধারানত যে আইপি এড্রেস একেকটি গ্রাহকের জন্য নির্দিষ্ট করা থাকে সেটা কয়েকজন গ্রাহকের মাঝে শেয়ার করা হয়।
এতে করে অনেক গ্রাহক ইন্টারনেটে সংযুক্ত থাকতে পারেন কিন্তু মাঝে মাঝে এরকম চাপ্পুর ঘটনার মতো দুর্ঘটনা ঘটে যায়
তো যাইহোক, যেসব মন্তব্য এসেছে এব্যাপারে সেই প্রসংগে বলি: আপনাদের মনতঃ অবঃ বা মনের ভিতরের ভাবনার অবয়ব গুলোকে শ্রদ্ধা জানাই, তা সে যেভাবেই প্রকাশ করেছেন না কেনো (নেগেটিভ কথা দিয়ে হোক আর যাই হোক)। তবে নেগেটিভ কথা গুলো রিডাইরেক্ট করেন আমার দিকে -- কারন আমি চাপ্পু নামক মাঠ টা আপনাদের খেলার জন্য জোড়া লাগাইছিলাম । এবং তার পর আমার কিছু বন্ধু মানুষেরা এটার আম্পায়ারের দায়িত্ব পালনে সম্মত হন । তো আমি বাংলাদেশের এই ব্যাবসায়িক কায়দা গুলো সম্পর্কে অবগত না থাকায় উনাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো -- একই আইপি এড্রেস থেকে যদি একের অধিক লোক ঢুকে তাহলে সেটা আসলে ১ জনই। তো এরপর বাকিটা তো আশাকরি বুঝতে পারছেন।
আম্পায়ারের চোখে -- আমার বানানো নিয়মে -- আসামিকে দোষি লাগতেই পারে -- এমনকি আসামি যখন ঠিক কথাও বলে তখোনো সেটা দেখাবে ধান্দাবাজির মতো। তো ঐ নেগেটিভ কথাগুলো সবই আমার প্রাপ্য । আর যদি মনে করেন চাপ্পুরে -- আপনেদের নিজস্ব গুনে ক্ষমা করে দেবেন -- তাহলে তো আরো ভালো
আশা করি আমার ব্যাখ্যা আপনাদের মনে ধরছে এবং এটাতে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। আর যদি মনে না ধরে তাইলে আর কি। আমি গান গাই আপনেরা গান শুনেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।