আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিত বেকাররা মতামত দিন : "দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আয়, নাকি পরাধীন চাকুরী" পছন্দসই কোনটি ?

গাড়ি থেকে নেমে মূল ভবনের দিকে হাটতে লাগলাম আমি, গাজ্জালী ও ডঃ বাদায়ুনী। বাগানের বা দিক থেকে একটা ডাক আসল (গাজ্জালীকে ডাকা হল)। তাকিয়ে দেখি পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছেন আমার প্রিয় ব্যক্তিত্ব, বিনয়ী সেই মহামানব। হ্যাঁ, ডঃ মাহাথির মোহাম্মদ ... গত কয়েকটি পোস্টে আমি ছাগল পালন, কোয়েল পালন, খরগোশ পালন ও এক্সপোর্ট, মৌমাছি পালন ও মধু এক্সপোর্ট, হরিন পালন ও এর গোশত/চামড়া এক্সপোর্ট ইত্যাদির উপর বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলাম। মৎস্য চাষ, দুদ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুদ্ধজাত দ্রব্য এক্সপোর্ট, মাশরুম চাষ ইত্যাদির উপর আলোচনা তৈরী করছি যা পর্যায়ক্রমে পোস্ট দেয়া হবে।

অনেকে খেয়াল করেছেন অনেকে হয়তোবা খেয়াল করেননি। আমার পোস্টে উদ্দেশ্য ছিল বাংলাদেশের এই মূহুর্তে বেকার ছেলে/মেয়ে আছে প্রায় ২ কোটি। এই ২ কোটি বেকারের সামান্য একটা আংশ যদি বিভিন্ন দিক খেকে উৎপাদন করে বেকারত্ব দূর করার চেষ্টা করে তবে বেকার ছেলেদেরও যেমন সুবিধা, উৎপাদন বৃদ্ধির কারণে দেশেরও সুবিধা। ২ কোটি ছেলের মাত্র ২০ ভাগ অর্থ্যাৎ ৪০ লক্ষ বেকার ছেলে খামার ব্যবসার সাথে জড়িত হলে নিজেদের ডিম ও গোশতের চাহিদা পূরণ করে কয়েক হাজার কোটি টাকার পন্য বিদেশে রপ্তানী করা সম্ভব হবে এবং সর্বোচ্চ পাচ বছরেই দেশীয় অর্থনীতি পূর্ণ স্বাবলম্বী হবে। বাংলাদেশের চাকুরীর বাজারের অবস্থা মেটেই সন্তোষজনক নয়।

তাই বেকার ছেলে মেয়েরা ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পুজি সংগ্রহ করে একটি ছোট খামার তৈরী করার মাধ্যমে বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারে। খামার করার ক্ষেত্রে বিনামূল্যে প্রশিক্ষন ও আন্যান্য প্রয়োজন হলে যুব আধিদপ্তর, বিসিক অথবা এম আর আর ফাউন্ডেশনের সহযোগীতাও নেয়া যেতে পারে। যুব আধিদপ্তর বেকারদের পুজি সহযোগগীতাও দিয়ে থাকে। আমার আলোচনাটা বুঝতে হলে প্রথমে নীচের পোস্টগুলোর উপর ধারণা নিতে হবে। বাণিজ্যিকভাবে মৌমাছি পালন : মাত্র ৭০/৮০ হাজার টাকা বিনিয়োগ করে নাম মাত্র শ্রম দিয়ে বছরে আয় সম্ভব দেড় লক্ষ টাকা বাণিজ্যিকভাবে খরগোশ পালন হতে পারে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উৎকৃষ্ট মাধ্যম সরকারী নীতিমালা আনুযায়ী হরিন পালন বেশ লাভজনক বেকারত্ব দূরীকরনে সম্ভাবনাময় প্রকল্প : বাণিজ্যিকভাবে কোয়েল পালন বাণিজ্যিকভাবে ছাগল পালন : দারিদ্র্য বিমোচনে সম্ভাবনাময় প্রকল্প এখন বেকারদের কাছে আমার প্রশ্ন পছন্দসই কোনটি? গোলামী করার মানসিকতা নাকি নিজ পায়ে শক্ত হয়ে দাড়ানোর মানসিকতা ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.