আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষার মর্যাদা বাড়াতে উদ্যোগী ছয় দেশ

রফিকুল ইসলাম ঃঃঃঃঃ---- বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা বাড়ছে। তবে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে বাংলা ভাষার মর্যাদা তেমন বাড়ছে না। তাই এবার বাংলাদেশ, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও নরওয়ে—এই ছয় দেশ বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে একজোট হচ্ছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটিতে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার মহাসম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে এসব দেশের প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে দাবি করা হয়, সারা বিশ্বে ভাষার ক্রম-তালিকার মান অনুসারে বাংলা ভাষা তৃতীয় স্থানে রয়েছে। ইংরেজি রয়েছে সপ্তম স্থানে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে চীনা ও হিন্দি ভাষা। সম্মেলনে বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক পার্থ ঘোষ দাবি করেন, বর্তমানে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা ৩৮ কোটি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.