বাংলা ভাষার মান
মোহাম্মদ ফরিদ উদ্দিন
আমরা কি পারি মায়র ভাষা ছাড়া অন্য কোন ভাষায়
প্রাণের তৃষ্ঞা মিটিয়ে কথা বলতে
আমরা কি কবিতা লিখতে পারি মনের মাধুরী
মিশিয়ে বাংলা ছাড়া অন্য কোন ভাষায়
আমরা কি হৃদয়ের গহীন থেকে গান গাইতে পারি
প্রাণের ভাষা বাংলা ছাড়া অন্য কোন সূরে ;
অন্য কোন ভাষার মধ্যে কি এমন মধুমাখা মমতা আছে
অন্য কোন ভাষার অভিধানে কি শিশুর মুখের প্রথম বুলি
''মা'' শব্দটি আছে,
বাংলা ছাড়া আর কোন ভাষায় আছে ভাটিয়ালী সুর-
মারফতি, দেহ তাত্ত্বিক, আধ্যাতিক আর জারি গান ?
আর কে পারবে গাইতে রবীন্দ্র নাথ এর '' আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি '' বাংলা ছাড়া অন্য কোন ভাষায় ?
তাই এসো হাতে হাত মিলিয়ে শপথ করি এবার
রফিক সালাম বরকত জব্বর এর মত আমরাও
রুখবো বাংলা ভাষার মান ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।