ভাঙা উৎসবের খরতাপে,আমার দিন রাতের আর্তনাদ,
উচ্ছলতার সকাল গুলো এলোমেলো করে তুমি
কার পথে হাট,ঘুমিয়ে ছিলাম নির্ভাবনার ঘুম কবে কে জানে।
এক পরিচিত নিঃশ্বাসের ঘ্রান খুজি-মিছেই
যেথায় বিশ্বাসের কূল ভাঙে অজানা ঢেউয়ে।
ইতিহাদ এয়ারওয়েজ ১০/০৫/২০১২
গন্তব্য -আমার বাংলাদেশ।
ফাগুনের আগুন লাগা দিন,অবসাদে বিহবল অনাগত আশা।
কাব্য পোড়া নিশি আমার চোখের জল-যেথায় নিথর দৃষ্টি অপলক।
ধ্যান ভাঙে মেঘের শেকল ছেড়া মুক্ত বারির টিপ টিপ ছোয়ায়,
কচু পাতার জল আর দূর্বা ঘাসের শিশির ক্ষনিকের
আলোক ছটা চোখ রাঙায়,লাজুক রবির ঘোমটা খোলায়,
স্মৃতির দিনগুলোর জন্য বিবর্নতা-কাকে বলে
সে সংগা ভুলে গেছি,অসহায় নির্জন রাতের আধারের
অপেক্ষায় থাকি,আরেকটা স্বপ্ন দেখব বলে।
কাতার এয়ারওয়েজ ২০/১০/২০০৯
গন্তব্য-ভিয়েনা অষ্ট্রিয়া।
অতঃপর একটা চুমু তার কপালে একেঁ দিয়ে
আমি ফিরে হাটতে শুরু করি,
অপেক্ষার ক্ষণ শুরু,আবার কবে ফিরে পাব সে স্পর্শ,
অনেক গুলো দিন পার হয়ে যাবে।
ধীরে ধীরে কতটা দূরে চলে আসলাম,
সময় গুলো কেমন জানি অসতর্ক রং হীন শূন্য।
সুখেরা অপেক্ষার ফোকরে গুমড়ে কাঁদে,
আবার কবে হাঁটা হবে দশ আঙুলের বন্ধনে,
আবার কবে ভালবাসা হবে ঠোটে আর গালে।
এমিরেটস এয়ারওয়েজ ১৩/০৪/২০১০
গন্তব্য-মিউনিখ,জার্মানী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।