সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন তালালের সেই বিলাসবহুল বিমানটি কয়েক মাসের মধ্যেই হস্তান্তর করা হবে।বিমান নির্মাণ কোম্পানি 'এয়ারবাসে'র মধ্যপ্রাচ্য অঞ্চলের চেয়ারম্যান হাবিব ফিকিহ'র উদ্ধৃতি দিয়ে সৌদি ওয়েব সাইট 'অ্যারাবিয়ান বিজনেস'এ খবর দিয়েছে। হাবিব ফিকিহ বলেছেন, বিশেষ ধরনের এ-৩৮০ সুপারজাম্বু বিমানটি আগামী বছর হস্তান্তর করা হবে।এয়ারবাস কোম্পানি এর আগে কখনোই এ ধরনের বিমান তৈরির অর্ডার পায়নি বলে তিনি জানান।বিমানটি তৈরির জন্য রাজপুত্র আলাউদ্দিন বিন তালাল এয়ারবাস কোম্পানিকে সাড়ে ৪৮ কোটি ডলার পরিশোধ করেছেন বলে খবর বেরিয়েছে। এর আগে এক খবরে বলা হয়েছিল,বিমানটির বেশির ভাগ অংশ সোনা দিয়ে তৈরি। 'অ্যারাবিয়ান বিজনেস'ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে একটি রলস রয়েস গাড়ি রাখার পার্কিং, কনসার্ট হল ও বেশ কয়েকটি বেড রুমসহ বিলাসি জীবনযাপনের সব ব্যবস্থা রয়েছে। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।