আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। তোমার আকাশে মেঘ করে
কিনা জানিনা
মেঘের আকাশে আজ বৃষ্টি
বৃষ্টি ঝরছে ;
তুমি আমি পাশাপাশি
হাত ধরে হেঁটে যাচ্ছি,
আর অবগাহন করছি বৃষ্টিতে।
বৃষ্টির অঝোর ধারা-
ছুঁয়ে যাচ্ছে আমার শরীর,
আর তোমার স্পর্শ আমার হৃদয়।
দুজন একসাথে বৃষ্টির জলে
হয়ে যাচ্ছি একাকার।
তোমার স্পর্শ, তোমার অস্তিত্ব-
সিক্ত হয়ে ধরা দিচ্ছে আমার হৃদয়ে।
আমার হৃদয় আজ তোমার
ভালোবাসায় মগ্ন।
বৃষ্টিতে ভিজছি আমি, তুমি,
দেখছি সিক্ত তোমাকে,
তোমার হাসি।
বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি,
জানি তুমিও ভালোবাস,
তাই আজ একসাথে আমাদের
এই বৃষ্টিতে ভেজা।
বহুরূপী তুমি আমার হৃদয়
ছুঁয়ে যাও একেক বার একেক ভাবে।
আজ তাকে করলে সিক্ত তুমি।
তোমার এই বহুরূপতাও আমার
ভাল লাগে।
রোদের তুমি, কুয়াশার তুমি,
বৃষ্টির তুমি,মেঘের তুমি,
ঊষায় তুমি আর গোধুলীতে তুমি,
সবই ভালোবাসি আমি।
আজ তোমাকে দেখলাম বৃষ্টিতে;
হয়তো আগেও দেখেছি;
তবে আজকের মত নয়।
তোমাকে আমি যতই দেখি,
নতুন বিস্ময়ে তাকাই;
যেন এক নতুন তুমি।
মেঘের আকাশে আজ বৃষ্টি,
সেই বৃষ্টিতে নতুনভাবে সিক্ত তুমি,
সেই সিক্ত তুমি আজ আমার কল্পনায়;
এ শুধু কল্পনা, কোনো স্বপ্ন নয়;
আবার হয়তো বা স্বপ্ন ও।
কল্পনা বা স্বপ্নের যেমন
নেই কোন অস্তিত্ব।
তেমনি আসলে তোমারও
কোনো অস্তিত্ব নেই।
স্বপ্নের একটা লক্ষ্য থাকে-
কিছু পাবার।
তবে তুমি শুধুই আমার কল্পনা,
কারণ তোমাকে আমি
চাইনি কখনো পেতে।
কখনো বৃষ্টিভেজা সকালে,
রোদ্রজ্বলা দুপুরে,
অথবা গোধুলী লগনে,
তুমি ঘুরে যাও আমার
কল্পনার উঠোনে।
তোমাকে কখনো চাইনি
আপন করে পেতে,
সন্তুষ্ট আমি পেয়ে,
তোমাকে আমার কল্পনাতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।