আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞান ও বই

শিক্ষা ও জ্ঞান এবং শিক্ষিত ও জ্ঞানী এক নয় । শিক্ষিত একজন মানুষ অসচেতন হতে পারে আবার প্রত্যন্ত গ্রামের শিক্ষার আলো বঞ্চিত একজন মানুষ জ্ঞানী হতে পারে । জ্ঞান শিক্ষার উপর নির্ভর করেনা , নির্ভর করে চিন্তার গভীরতার উপর । চিন্তার গভীরতা যার যত বেশি সে ততো জ্ঞানী । আবার যে মানুষটা চিন্তা করে ঠিক জিনিসটা জানলো অথচ ভুল প্রয়োগ বা নিজের স্বার্থের কারণে অন্যের ক্ষতি হয় এভাবে প্রয়োগ করলো সে 'জ্ঞানপাপী ' যে শিক্ষিত , তার জ্ঞান বই থেকে ধার করা ।

বইতে জ্ঞান থাকেনা যা থাকে তা হল অভিজ্ঞতা , যা যে বই পড়ে তার নয়, যে বইটি লিখে তার । জ্ঞান থাকে চিন্তার গভীরে । শিক্ষা বলতে আমরা কি বুঝি ? একাডেমিক কোয়ালিফিকেসান বা প্রতিষ্ঠানকেন্দ্রিক যোগ্যতা বা শিক্ষা । যা দ্বারা শিক্ষার মান বিবেচনা করা হয় । এই শিক্ষার মূল উপাদান হচ্ছে বই ।

বই হচ্ছে অন্যের অভিজ্ঞ্তার বা জ্ঞানের প্রকাশ । যা দ্বারা মানুষ সঠিকভাবে জ্ঞান অর্জনের পথের দিকনির্দেশনা পায় । জ্ঞান কি ? জ্ঞান হচ্ছে মানুষের উপলব্ধি । মানুষ তার চিন্তার দ্বারা যা আবিস্কার করলো বা জানলো বা উপলব্ধি করে তাই জ্ঞান । জ্ঞান অর্জনের মূল সহায়ক হচ্ছে উপলব্ধি ও ভাবনা ।

জ্ঞানের সৃষ্টি ভাবনায় । প্রতিষ্ঠানকেন্দ্রিক শিক্ষার শুরু কবে ? মাত্র কয়েকশো বছরের ইতিহাস । কিন্তু যখন প্রতিষ্ঠান ছিলনা তখন কি শিক্ষা বা জ্ঞান ছিলনা ? ছিল । আগের রাজদরবারে বা বিভিন্ন সময়ের পণ্ডিত বা জ্ঞানী ব্যাক্তিদের উপস্থিতি তা প্রমান করে । কিন্তু তারা কোন প্রতিষ্ঠান থেকে তা অর্জন করেনি ।

করেছে তাদের ভাবনা বা উপলব্ধির মাধ্যমে । জ্ঞান হচ্ছে আলো । অন্তরের আলো । যা সর্বদাই মানুষকে আকর্ষণ করে । মানুষ জ্ঞানের সান্নিধ্য চায় ।

তাই যখন সে প্রকৃত জ্ঞানের সন্ধান পায় । সে তা উপলব্ধির জন্য তার পেছনে ছুটে বা অনুসরণ করতে থাকে । পৃথিবীতে বহু রাজা , মহারাজা , ক্ষমতাধর ছিল , আছে । কিন্তু তাদের কতজন অনুসরণীয় ? বা তাদের মত ও পথ কে অনুসরণ করে ? রাজা বা ক্ষমতাবান হিসেবে । সিজার , নমরুদ , সম্রাট শাহজাহান , রানী এলিজাবেথ এরকম আরও বহু রাজারা রয়েছে তাদের স্থান কোথায়? ইতিহাসের এক কোনায় ।

কিন্তু তাদের মত বা পথ কি কেউ অনুসরণ করে ? হযরত মুহাম্মদ (সঃ) , বুদ্ধদেব , কনফুসিয়াস , ঈসা (আঃ) এদের মত পথ মানুষ কেন অনুসরণ করে ? কি ছিল তাদের ? তাদের ছিল প্রকৃত জ্ঞান । যা মানুষের একমাত্র সাধনা । তাদের অন্তর ছিল জ্ঞানের আলোয় আলোকিত । যার আলো আজ পর্যন্ত বিকরিত হচ্ছে আর মানুষ হাজার হাজার বছর ধরে অনুসরণ করছে । রবীন্দ্রনাথ , নজরুল কখনো বিদ্যালয়ে যায়নি ।

তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই । অথচ তাদের কথাগুলো আমাদের মনের প্রানের কথা বলে । কেন ? কিভাবে ? " উপলব্ধি " তারা মানুষের মনের কথাগুলো উপলব্ধি করেছিল এবং তা মনের মাধুরি মিশিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন । কিন্তু তাদের আমরা যে সম্মান ও শ্রদ্ধার স্থানে রাখি তা বাংলার কতজন রাজা বা নবাব এই শ্রদ্ধার স্থানটি পায় ? এটিই হচ্ছে জ্ঞানের আলোর আকর্ষণ । প্রকৃত জ্ঞানের সন্ধানে মানুষ সৃষ্টির আদিলগ্ন থেকেই যা আজো মানুষ সন্ধান করছে ।

মানুষের শেষ পর্যন্ত তা তারা সন্ধান করতে থাকবে । কারণ মানুষ মাত্রই জ্ঞানী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.