৬ : সম্পদ হারানোর ভয় থাকে,চুরি করা যায়,কেড়েও নেওয়া যায়। পক্ষান্তরে জ্ঞান কখন ও হারানোর ভয় থাকে না,চুরি করা বা কেড়ে নেওয়া যায় না। জ্ঞান মানুষকে নিরাপত্তা দান করে। তাই জ্ঞানই উত্তম।
৭ ; জ্ঞানের ধংস নেই।
তাই উপর্জনের পর নষ্ট হয় না। পক্ষান্তরে সম্পদ ক্ষণস্থায়ী,ফলে তা ধংস ওবিনষ্ট হয়ে যায়। তাই জ্ঞানই উত্তম।
৮ : জ্ঞান সব সময় মাপজোখের বাইরে , তাই সীমা - পরিসীমা নেই। পক্ষান্তরে সম্পদ সীমা বদ্ধ,খোয়া যায়, এর আকার আয়তন ঠিক করা যায়।
তাই জ্ঞানই উত্তম।
চলবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।