আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু ধর্ম : প্রশ্ন এবং বিস্ময়

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । বিদ্যার দেবী যদি স্বরসতী হয় তাহলে’ত জগতে যত হিন্দু আছে সবাই বিদ্বান হত .... লক্ষী যদি হয় ধন-ভান্ডারের মালিক তবে’ত হিন্দুরা হতো সবচেয়ে ধনী ! গরু যদি পবিত্র প্রানী হয় তাহলে প্রাশ্চাত্যের লোকেরা হতো সবচেয়ে পবিত্র ... যেহেতু পবিত্র প্রানীর মাংস বলে কথা.....এ মাংস খেলে’ত সব রোগ চলে যাবার কথা ! আগুনের উপর হেটে যদি সীতাকে সতিত্বের পরীক্ষা দিতে হয় তাহলে’ত ধার্মিক মেয়েগুলোকে আগুনের উপর হাটিয়ে দেখা উচিত !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.