আমাদের কথা খুঁজে নিন

   

আমি একজন হিন্দু।



আমি একজন হিন্দু। আর আমাদের দেশে আমার ধর্মের অনেক মানে রয়েছে। যেগুলো প্রায়ই রাস্তা-ঘাটে, চলার পথে, চায়ের আড্ডায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে, খেলার মাঠে, রাজনিতীবিদদের বক্তৃতায়, ফেসবুকে আমাদেরকে শুনতে হয়। তার মধ্যে কয়েকটা মানে হলো- ১। হিন্দু মানেই আওয়ামিলীগ।

আমরা রাজনিতীতে স্বেচ্ছায় অন্য কোন দলে অংশ নিলেও আমাদেরকে আওয়ামিলীগই বলা হবে। ২। হিন্দু মানেই নাকি ভাদা (ভারতীয় দালাল)। হিন্দুরা কখনোই এদেশের উন্নয়নে কোনও অবদান রাখে নি, রাখবেও না। দেশের স্বার্থে আমরা নাকি কোন কাজ করবো না।

আমরা শুধু ভারতের হয়ে কাজ করবো, পড়াশুনা শিখে ভারতে গিয়ে চাকরি করবো। নিজের দেশের তুলোনায় আমরা ভারতকে নাকি অনেক বেশী ভালবাসি। ৩। হিন্দু মানেই মালাউন। শব্দটা এখন হিন্দুদেরকে গালি দেওয়ার জন্যই বেশি ব্যবহৃত হয়।

৪। হিন্দু মানেই নাকি নাস্তিক। আমাদের ধর্ম কোন ধর্মই না। এই ধর্ম পালন করে আমরা নাকি বিশাল অপরাধ করে ফেলতেছি। আমার কথা হলো আমি সেই জন্ম হওয়ার পর থেকেই এই দেশকে জেনে এসেছি।

দেশের মানুষদেরকে জানছি। তাদের সাথে মিশছি, বড় হইছি। এদেশের পুরো ইতিহাস জানছি। ভাষা দিবসে নগ্ন পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে এসেছি। জাতীয় সংগিতকে সবসময় সম্মান দেখিয়েছি, দেশকে সম্মান দিয়েছি, দেশের সকল মানুষদেরকে সম্মান দিয়েছি।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস সব পালন করতেছি। অনেক কাছ থেকে দেখেছি আমার দেশকে। সোনার বাংলাকে। তাই এদেশ শুধু আপনাদের অথবা আমাদের নয় দেশকে যারা ভালবাসে দেশ শুধুমাত্র তাদেরই। দেশের সাথে যদি কখনো ভারতের যুদ্ধের সৃষ্টি হয় আমি "অভিজীত সরকার অন্তু" কথা দিচ্ছি যুদ্ধে প্রথমসারীর যোদ্ধাদের মাঝে থাকবো।

কিন্তু কথা হলো তবুও কিসের জন্য আমাকে ভারতীয় দালাল শব্দটা শুনতে হবে। হ্যাঁ এটা ঠিক যে অনেক হিন্দু মানুষের নিকট দেশ হিসেবে ভারতকে খারাপ লাগে না। এটা নিজের ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে নিজের দেশ এর তুলনায় তারা কখনোই অন্য দেশকে বেশি ভালোবাসতে পারবে না। যে দেশ তাকে ছোট থেকে বড় করেছে।

তার সমস্ত প্রয়োজন পূরণ করেছে। সে মানুষ কখনই সেসব ভুলতে পারবে না। কিন্তু তাই বলে আমি এখানে সব হিন্দুর কথা বলছি না। কিছু হিন্দু ব্যাতিক্রম হতেই পারে। আর এসব ব্যাতিক্রমী মানুষ শুধু হিন্দুদের মাঝে না, সব ধর্মের মানুষের মাঝেই রয়েছে।

কিন্তু কথা হলও তবুও কেন আমাদেরকে ভারতীয় দালাল শব্দটা শুনতে হবে, আমরাতো পাকিস্তানি দালাল বলতে পারি, কিন্তু বললে হয়তো আমাদের রক্ষ্যা থাকবে না। যতদিন যাচ্ছে দেশে সাম্প্রদায়িকতার ছায়াটা ততবড় হচ্ছে। হয়তো এমন একদিন আসবে যখন আমার ছেলেমেয়েদেরকে হিন্দু হওয়ার কারনে লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করা হবে। তখন হয়ত কিছুই করার থাকবে না। আমরা ভারতকে কতটুকু জেনেছি, আমিতো নিজে কখনও ভারত দেখিনি।

যা দেখেছি যা জেনেছি সবকিছুই টিভির মাধ্যমে। আপনিও নিশ্চই এর ব্যাতিক্রম নন। তাহলে আমাকে একজন ভারতীয় বলা হলে আপনাকে বলা হবে না কেনও। কোনদিন আমার শরীর কেটে দেখছিলেন যে আমার শরীরে ভারতীয় রক্ত আছে কিনা। আপনি আর আমি সেই ছোটবেলা থেকেই দেশের জন্য কাজ করে এসেছি, হাতে হাত মিলিয়ে, কাধে কাধ মিলিয়ে।

তাহলে এখন আপনি দেশকে ভালবাসেন বলতে পারলে আমি পারবো না কেনও। আপনি নিজেকে বাংলাদেশী বলতে পারলে আমি পারবো না কেনও। একটু দেখাতে পারবেন আমার দোষ টা কোথায়। আমার কথা হলো এতো কিছুর পরও কেনো ওদের কাছে আমাকে একজন ভারতীয় দালাল শব্দটা শুনতে হবে? আমার কথা হলো কেনো একটি অসাম্প্রদায়িক দেশে আমাকে মালাউন শব্টটা শুনতে হবে?? আমার কথা হলো কেনো একটি অসাম্প্রদায়িক দেশে আমাদের ধর্মিয় মুর্তি মন্দির ভেংগে ফেলার করুন দৃশ্য আমাদেরকে দেখতে হবে। আমার কথা হলো কেনো হিন্দু বলে সবাই আমাকে একটু ভিন্ন চোখে দেখবে?? আমার শরীরে কি আলাদা রক্ত আছে নাকি আমি হিন্দিতে কথা বলি?? আমি কি দেশকে কখনো অপমান করছি নাকি দেশের মানুষদের উপর হামলা চালাইছি যে আমাকে সবাই আলাদা করে দেখবে।

কেনো আমরা কোন প্রতিবাদ করতে পারবো না, কেনো আমাদের কোন সুবিধা দেওয়া হবে না, কেনো আমরা স্বাধীনভাবে কিছু করতে পারবো না, কেনো সবার সাথে মিশতে পারবো না, কেনো রাজনিতীতে যোগ দিতে পারবো না। এভাবে চললে হয়তো আর কিছুদিন পর এমন দৃশ্য চোখে পড়লে অবাক হবো না। "রাস্তা ঘাটে কোন হিন্দু একসিডেন্ট করলে, সবাই শুধু চেয়েই থাকবে। কেউ আর হাসপাতালে নিবে না। আর একে অপরকে বলবে ওরে বাবা এযে হিন্দু, এরে ধরিস না" শুধু একটা কথাই বলবো যে দেশের মানুষদেরকে হিন্দু মুসলিম দিয়ে বিচার না করে দেশপ্রেমিক কারা আর কারা নয় সেটা দিয়ে বিচার করুন।

পুরো পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.