আল্লাহর সব সৃস্টিকে ভালোবাসতে চাই.. কাঁচপুর ব্রিজের ঢালে প্রায় ২ ঘন্টা আগে একটি পাথর বোঝাই ট্রাক এক্সিডেন্ট হয়। এবং তার পর থেকে একটার পর একটা এক্সিডেন হয়েই যাচ্ছে। এপর্যন্ত প্রায় ২০ টি এক্সিডেন হয়েছে (সিএনজি এবং মটর সাইকেল এর পরিমান বেশি। আমরা নিরুপায় হয়ে একটার পর একটা সুধু গুনেই যাচ্ছি।
এক্সিডেন্ট হওয়ার করন, রাস্তা জুড়ে ছোট ছোট পাথর ছড়িয়ে আছে।
সামনে গাছের ডাল দিয়ে সতর্ক সংকেত দেওয় আছে। কিন্তু কোন আলোর ব্যবস্থা নেই। ব্রিজের ঢাল দিয়ে গাড়ি গুলো যখন কাছে চলে আসে তখন তার সেই সংকেত দেখতে পায় এবং ব্রেক করার চেষ্টা করে, এবং তাতেই যত বিপত্তি ঘটে।
এই মূহুর্তে যদি কোন ব্যবস্থা নানেওয়া হয় তাহলে হয়তো রাতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটবে। কারন চিটাগাং, সিলেট থেকে প্রচুর নাইট কোচ ছাড়বে।
পুলিশ অবস্থান করছে কিন্তু তারা উল্লেখযোগ্য কোন কাজ করছেনা। (করন তারাও এ মধ্যে এক্সিডেন্ট এর শিকার হয়েছে হয়েছে। )
আপনাদের মধ্যথেকে যদি কেউ উপরের পর্যায়ে জানাতে পারেন এবং সঠিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়ত অনেক যাত্রির জীবন বেচে জেতে পারে।
এখানে আমাদের কিছু করার নেই, কারন রাস্তার পাশে যেতে পারছি না এক্সিডেন্ট এর ভয়ে।
এটা সিদ্দিরগঞ্জ থানার আন্ডারে।
(কাচঁপুর শীতলক্ষা ব্রিজ)
আপডেট
# রাস্তা পরিষ্কার করা হয়েছে। কিনতু এখানে প্রতিদিন ই একটা না একটা
এক্সিডেন্ট চচ্ছেই।
১৪-০৮-২০১২ তারিখে ব্রীজের ঢালে বাস ট্রাক সংঘর্ষে বাসে আগুন লেগেযায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
১৫-০৮-২০১২ তারিখে সেই একই স্থানে একটি ট্রাক আমাদের কলোনির বাউন্ডরি দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে।
আর আজকের কথাত বোল্লাম-ই।
ঢাকার বাহিরে বিধায় এই খবর গুল পত্রিকায় আসে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।