আমাদের কথা খুঁজে নিন

   

হলদে সাংবাদিক চাই না, সোনালি সাংবাদিক চাই

অন্যের উপর মিথ্যা দোষারোপ করা নিঃসন্দেহে মারাত্মক এক ব্যাধি। কত সুশীল জনকে দেখি অন্যকে অপদস্থ করতে অথবা স্বার্থ সিদ্ধির জন্য কুটিলতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করছেন না। আর কুটিলদের অনেক সুশীল হাত আছে তাও আমরা জানি। তাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা এ নিয়ে দ্বন্দ্বে ভুগতে হয় হরহামেশা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েও আমরা হয়তো আরেকরকম অন্যায় করে ফেলি অজান্তে।

অশ্লীল গালির ঝড় তুলে দেই। বিভিন্ন মুখে পরস্পরবিরোধী এত বক্তব্য, এতসব বিতর্ক আর গালিগালাজ শুনতে শুনতে সত্যি-মিথ্যা যাচাই করার আগ্রহও একসময় মানুষ হারিয়ে ফেলে। কোনটা আষাঢ়ে গল্প আর কোনটা শ্রাবুণে গল্প তা তখন গুরুত্বহীন হয়ে পড়ে। সবি হয়ে যায় রুপকথার গল্প। সত্যিকেও মিথ্যা ভেবে গুলিয়ে ফেলি আমরা।

আবার কখনো মিথ্যাকে শ্বাশ্বত জেনে নির্দোষের মুন্ডুপাত করি। যে কোনো ইস্যুতেই মিথ্যা দোষণীয়, মিথ্যুক সবসময় বর্জণীয়। সাংবাদিকরা জাতির অগ্রপথিক। প্রভু, তাই তুমি সুমতি দাও হলুদ সাংবাদিকদের। সাংবাদিকরা যেন ব্যক্তি স্বার্থ রক্ষায় অহেতুক জনতাকে বিভ্রান্ত না করে।

সাংবাদিকের হাত অনেক শক্ত। তবে এই শক্তি যেন ন্যায়ের বিরুদ্ধে ব্যবহৃত না হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।