স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) ছবি: বৃদ্ধ শিল্পাচার্য জয়নুল আবেদিন --------------------------------------------------------------------- আমি তাকিয়ে থাকি আকাশের পানে দেখি সূর্য-মেঘের খেলা আমি তাকিয়ে থাকি জনতার ভীরে দেখি তাদের চলাফেরা আমি তাকিয়ে থাকি রাজনীতির মঞ্চে স্বপ্ন দেখায় স্বপ্ন লুটেরার দল আমি তাকিয়ে থাকি গণতন্ত্রের ভেলায় দেখি প্রাণ-পণ লড়াই তন্ত্রের সাথে গন আহা ! এটাই গণতন্ত্র আমি তাকিয়ে থাকি দেখি প্রকৃতির রূপ দিন বদলের স্লোগানে বদলের পথটা অনেক দুর আমি তাকিয়ে থাকি কিছু মানুষের পোশাকে খোলসের আড়াল করা মুখ ! রক্ষার নামে ভক্ষণ করো আমাদের যা কিছু আছে সব আমি তাকিয়ে থাকি রোজ এই বিরান পথের দ্বারে আসবে কেউ শূন্যতা ভেঙে নিয়ে অফুরান মানবিক সুখ আমি থাকি অপেক্ষায় আর বাজাই বাঁশি এ সুর যেন বেজে চলে সকাল-দুপুর-রাত দিবানিশি আমি তাকিয়ে থাকি তোমাদের চোখে তোমরা কী দিবে আমায় চোখের দু’ফোটা পানি করুণায় ধন্য কর আমায় এটাইতো বেশ ! আমি বুঝতে পারি অনেক কিছুই জানিনা প্রকাশের আইন তাই তাকিয়ে থাকি বোকারুপে বানাও কানুন রঙিন তোরণ আমরাতো বোবাই ছিলাম ছিলাম বধির দু’চোখ মেলে দুখের ঝড় অশিক্ষিত মূর্খ কি বলবে আর! নীরবে প্রতিক্ষণ তাকিয়ে সহ্যতে তোমাদের প্রবল অত্যাচার মাঝে মাঝে তবুও দেখাও দরদিয়া সুর ! আমি তাকিয়ে থাকি অবুঝের চোখে কত বিশ্বাস সে চোখে ভুল সবই ভুল !! আমি তাকিয়ে থাকি চারকোনা বাক্সে দেশপ্রেমিকরূপে রাজাকারের আস্ফালন অস্ত্র আমাদের মাটি আমাদের মরছে তাই আমাদেরই সন্তান ! আমি তাকিয়ে থাকি নামে বেনামের দৃষ্টিকোণ শহরময় রাক্ষসের চর বৃদ্ধের দৃষ্টি অস্পষ্ট ক্ষীণ সে দৃষ্টি যাচ্ছে বয়ে বেলা লাঠির সাহচর্যে দাড়িয়ে নিছক দেখছে তোমাদের এই যুদ্ধ যুদ্ধ খেলা বিজয় অথবা পরাজয় পুরস্কার তোমাদের উভয় বৃদ্ধ হারিয়েছে যেীবন গড়তে খেলার এই মঞ্চ সাদা পৃষ্ঠায় কম্পিত হস্তে শব্দজটের করুণায় অকাব্য লেখার প্রয়াস বজ্রকম্পন বুকের ভিতর তাকিয়ে থাকি দেখি ক্ষমতার আয়োজন অভোজনের অতিথি আমরা উপহার হাড়=গোড় মাঠই আমার মা, মাটি আমার মা একখানা শাড়ির মূল্য কত! স্মৃতিপটে কিছু দৃশ্যের অবতারণ আমি তাকিয়ে থাকি লাল-সবুজ শাড়িতে আমার মা নির্বাক চাহনিতে কিসের ইশারা !! পুড়ছে শাড়ির আচল শুধুই তাকিয়ে থাকা জ্বলছে আগুন পুড়ছে দেশমাতৃকা বয়সে পরাজিত বৃদ্ধ মন্থন রোজ মরণ জ্বালা আকুতি স্রষ্টার কাছে আকুতি নবীন হতে চাই হে প্রভু, যুবক হতে চাই অস্ত্র তুলে হাতে যুদ্ধে আরেকবার পুড়বো আমি জ্বলবো আমি আমি তাকিয়ে থাকবো আমারই পোড়া দেহে আমি তাকিয়ে থাকবো সবুজের দিগন্ত-জুড়ে জরাগ্রস্ত বৃদ্ধের প্রার্থনা তাকিয়ে থাকা তাকিয়ে থাকবো যতক্ষণ না আশে ওপাড়ের ডাক … ঘুমন্ত বেদনা জাগ্রত আশা উঠোন জুড়ে মানুষের ভীর মরেছে বৃদ্ধ বুজেছে চোখ জেগেছে কোটি নয়ন বায়ন্ন থেকে একাত্তর তাকিয়ে থাকবে হে নবীন তোমাদের চোখের আলোয় আলো জ্বালাও স্বপ্ন দেখাও স্বপ্নে থাকো জেগে রোজ বোকামন ভাবনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।