সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
বর্গীরা চলে গেল
নিয়ে গেল বহুদুর
স্মৃতির পোষ্ট ম্যন
আসবে সে কত দূর
পোষ্ট ম্যান চলে যায়
পোষ্ট ম্যান আসে
স্মৃতির চিঠি গুলো
রয়ে যায় পাশে
বৃদ্ধ চশমা আর বৃদ্ধ লাঠি
তাম্র বদন আর মলিন হাসি
শত শহস্র স্মৃতি আর চিঠি
বলার ভাসাহীন বাকরুদ্ধ আমি
বছর বছর জন্ম আসে
মৃতু্ আসে বাধাহিন
স্মৃতির পাতা ঝড়ে পরে আসে
বৃষ্টি নামে ভাসাহীন
নিঃস্বংগ নিশাচর সারাদিন
আনমনে বেচে থাকা চিরদিন
জন্ম হল কিসের নেশায়
মাতৃগর্ভ আজ নিঃস্বহায়।
বৃদ্ধ দগ্ধ আর কপালের ঘাম
দিনাবসানের জীবন সন্মান
কত দিনমান জীবন সমান
আকাশ আশা স্বপ্ন বহমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।