**আমি ঘুমিয়ে ছিলাম আর চাঁদটা ছিল পায়ের কাছে সিন্দুকে বন্দি ।
জোছনা বিলোনোর সময় হলে জেগে উঠে দেখি চাবিটাই নেই। আপাত বিষাদটুকু চিবিয়ে গিলে নিতেই প্রবল পিপাসায় আক্রান্ত হতে হলো।
আড়মোড়া ভেঙে এদিক-ওদিক চেয়ে দেখি একটা কাগজের হাতুড়ি শুধু পড়ে আছে। এদিকে শুকতারা সেই কখন থেকে ঘ্যানঘ্যান করছে সিন্দুক ভাঙবে বলে। অগত্যা তাকে অনুমতি দিতে না দিতেই রাতদস্যুর আকস্মিক আক্রমণ।
তারপর সে কী তুমুল যুদ্ধ!
হেরে যেতে যেতে যেদিকে তাকাই দেখি কেবল মৃত জোছনার হাড়গোড়।
কাছেই কে যেন আপন করুণ সুরে বাঁশি বাজিয়ে চলে।
ডাকাতিয়া বাঁশি!**
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।