অলসরাই যেখানে ধ্রুপদী সে শরাবখানায় পড়ে থাকবো ক্ষত ঝলসে দিয়ে বিশ্বস্ত হতে পারিনি-এ অপবাদ ঢাকবো সবার বিম্ব চোখের ইতিবৃত্ত শুনে ঝরঝরিয়ে কাঁদবো মায়াঘোরে ঠোঁটে ঠোঁট ছুয়ে আরেকবার তোমায় সাধবো অবিশ্বাসে ফিরায়ে দিলে আমি বিন্দু আফসোস করবো না অলি-গলি কুকুর হয়ে ঘুরবো আমি অথর্ব, চিরবৃদ্ধ, অসহায় নির্জীব প্রাণ চোক্ষে কম দেখি, কিচ্ছু বুঝি না. কিসের বাম ডান! পুড়া গন্ধ, মিষ্টি সুবাস পাই না কুনই ঘ্রান মাথা ঝাকাই কিন্তু কিচ্ছু শুনি না, ঠঁসা আমার কান আমি অথর্ব, চিরবৃদ্ধ, অসহায় নির্জীব প্রাণ গালি দেয় কেউ, উপহাস করে, কেউ অনুভব করে টান আবার আমার শুকনা মুখে মমতা ভইরা চান আমি অধম, আমার জন্যে এই অতিরিক্ত সম্মান আমি অথর্ব, চিরবৃদ্ধ, অসহায় নির্জীব প্রাণ ফকিরি ধরিসি, নমায পড়ি না, শুনিনা আযান অকারণে আমায় বাঁচায়ে রেখেসেন, খোদাতায়ালার শাণ আবার হঠাত্ই আমারে উঠায়ে নেবে কবয হবে জান ও আল্লাহ তুমি মহান আমি অথর্ব, চিরবৃদ্ধ, অসহায় নির্জীব প্রাণ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।