নানা রকম নাম তোমার,
নানা রকম রং।
নানা রকম গড়ন তোমার,
নানা রকম মুখ।
নানা রকম সখী তোমার,
নানা রকম দুঃখ।
নানা রকম দাম তোমার,
নানা রকম কাম।
নানা রকম আষে পরশী,
তোমার আঙিনায়।
তাই নানান তোমার অভিমান।
নানা রকম নাম তোমার,
নানা রকম রং,
তোমার নানা রকম ঢঙ।
তোমার কিসের এত রং,
নানা রকম বাহন চলে,
তোমার আন্তরায়।
নানা রকম নেশা চলে,
তোমার আদরাতে,
তুমি বড্ড বে-জাতের।
তোমার বুকে পেশ হয়,
খায়রুম-মিন্নানাউম।
নানা রকম নাম তোমার,
নানা রকম মাথা,
তোমার নানা রকম ব্যাথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।