রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি
ছোটবেলায় মজা করে প্রশ্ন 'করতাম ঢাকায় ঘাস সাদা কেন?'এর সহজ উত্তর ছিল ঢাকা থাকলে তো ঘাস সাদাই হবে। আজ তো ঢাকা শহর টাই ঢেকে গেছে, এখানে সাদা ঘাস নয়, ঘাসের অস্তিত্বই খুজে পাওয়া যায় না। ঢাকার কোন ব্যস্ত রাস্তায় দাড়িয়ে সবুজের অস্তিত্ব খুজে বের করাই কষ্টকর হয়ে যায়। আগে ঢাকার প্রত্যেকটি বাড়ির সামনে বাগান করার জন্য বেশ খানিক টা জায়গা ফাকা রাখা হতো, সেখানে অনেক গাছ পালা লাগানো হতো, তাই বেশির ভাগ বাড়িই সবুজে ঘেড়া থাকতো।
আজ ঢাকার প্রতি ইঞ্চি জমির অনেক দাম, তাই কেউ আর নিজের জমিতে গাছ লাগিয়ে জায়গা নষ্ট করতে চায়না।
প্রতি ইঞ্চি জায়গা খরচ করে তারা বাড়ি তোলে অথবা বহুতল ভবন তোলার জন্য ডেভোলোপার দের জমি দিয়ে দেয়। এত এত মানুষের অক্সিজেন কোথা থেকে আসবে তা কেউ চিন্তা চিন্তা করে না। গাছ বিহিন ঢাকা দিন দিন পরিনত হচ্ছে উত্তপ্ত কড়াইয়ে যেখানে সিদ্ধ হচ্ছে ঢাকার মানুষরা। নিজেরাই নিজেদের শহর কে বসবাসের অযোগ্য করে তুলছি, আর দোষ দিচ্ছে সরকারকে যে তারা পর্যাপ্ত পার্ক করছে না। অথচ নিজেরা একটা গাছ লাগাইনা।
চিন্তা করুন তো এই ঢাকায় আজ থেকে ১০ বছর পর কিভাবে বাস করবেন, রাস্তা দিয়ে কিভাবে হাটবে,সর্বোপরি কিভাবে শ্বাস নিবেন চিন্তা করুন তো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।