আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে ঢাকার ম্যানহোল!!! হায়রে ঢাকার কর্তৃপক্ষ!!!!

....

রাস্তা দিয়ে হাটার সময় উৎকন্ঠা নিয়ে হাটতে হয়, কখন না জানি পিছন থেকে বাস এসে ধাক্কা মারে, কখন রিক্সা পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়! ফুটপাথ দিয়ে হাটলেও নির্বিঘ্নে হাটা যায় না। বেশীর ভাগ ফুটপাথ গুলোই দখল হয়ে আছে কোনো না কোনো ভাবে। গাড়িতে বা রিক্সায় চড়লেও পুরোপুরি নিরাপদ নয়, সেখানে আবার ঢাকনাবিহীন ম্যানহোল সমস্যা। যদি একবার ঢাকনাবিহীন ম্যানহোলে চাকা আটকে যায় তো খবর আছে। ১।

বেশ কিছু দিন আগের ঘটনা। সকাল বেলা বাজার করার জন্য প্যান্ট-গেঞ্জি গায়ে বের হলাম। রাস্তার পাশে বসা তরকারীওয়ালার কাছ থেকে তরকারী কিনছি। (বলে রাখি এ রাস্তাটা অনেক অপ্রশস্ত) একদিক থেকে দুটো ভ্যান আসছে পেপার জাতীয় মাল বোঝাই করে। সামনেরটা ঠিকঠাক চলে গেল।

পেছনেরটা দেখলাম একটু আমার দিকে চাপিয়ে আসছে। তাই আমি যতটুকু সম্ভব চেপে দাড়ালাম। কিন্তু বিধি বাম! ওটা আমার পায়ের ওপর দিয়ে উঠিয়ে দিল! শুধু কি তাই? চাকার রডের সঙ্গে লেগে আমার প্যান্টটাও অনেকখানি ছিড়ে গেল! (পরে এক দোকান থেকে একটা তারকাটা নিয়ে ছেড়া অংশটাকে আটকে বাসায় গেলাম) ড্রাইভারকে কিছু বলার আগেই দেখি ওর মুখের অবস্থা কেমন হয়ে গেল। একটু বকাবকি করলাম বটে কিন্তু অতি ভদ্র হওয়ার জন্য সেই মুহুর্তের ঝাল মেটাতে পারলাম না ২। সেদিন মতিঝিলের এক গলি দিয়ে CPO নিয়ে হাটার সময় ম্যানহোলের সিমেন্টের ঢাকনা ভেঙে আমার এক পা পুরোপুরি নিচে চলে যায়! আমি তো হতভম্ব, একি হল! তাৎক্ষণিক ওঠার কথাই ভুলে গেলাম।

পরে দুজন পথচারী আমাকে ধরে উঠালেন। (অনেক ধন্যবাদ ওনাদেরকে, সেই মুহুর্তে ধন্যবাদ দেয়ার কথা ভুলে গেলাম) দুদিন ঘর থেকে বের হতে পারি নি। এখন মোটামুটি হাটতে পারছি। এ ঘটনা এতটা স্বাভাবিক না হয়ে আরো সিরিয়াস হতে পারতো! সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার জন্য। দোয়া করি আর কেউ যেন আমার মত এরূপ অবস্থায় না পড়েন।

নিরাপদ সড়কের পাশাপাশি ঢাকার সুস্থ পরিবেশ কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.